X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাশিয়ার কাছে ট্রাম্পের ‘স্পর্শকাতর’ তথ্য আছে!

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০১৭, ১৯:২২আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১৯:২৩
image

ট্রাম্প গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের চার প্রধান গোয়েন্দা সংস্থার প্রধানরা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে রাশিয়ার হ্যাকিংজনিত যে গোপন প্রতিবেদন উপস্থাপন করেছেন তার মধ্যে ট্রাম্পের সঙ্গে রুশ গোয়েন্দাদের আপোসেরও অভিযোগ রয়েছে। ওই গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্পের ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্ট এবং তার ব্যক্তিগত জীবনের 'স্পর্শকাতর' কিছু তথ্য ধামাচাপা দিয়েছিলেন রুশ গোয়েন্দারা। আলোচিত ওই গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে মঙ্গলবার (১০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা এমন দাবি করেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এদিকে, খবরটি প্রকাশের পর একটি টুইট করেছেন ট্রাম্প। সেখানে ভুয়া সংবাদ প্রকাশের অভিযোগ এনেছেন তিনি। অবশ্য, সরাসরি কোন অভিযোগের প্রেক্ষিতে ওই কথা লিখেছেন তা উল্লেখ করেননি ট্রাম্প। আবার রাশিয়াও অভিযোগটি নাকচ করে দিয়েছে।

সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর এক মূল্যায়ন তুলে ধরা হয়েছিল। সেখানে বলা হয়েছিল,৮ নভেম্বরের নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত করার জন্য রাশিয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ইমেইল হ্যাক করেছিল। আর গত ডিসেম্বরে মার্কিন সংবাদমাধ্যম এনবিসির এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিহিংসার অংশ হিসেবে যেসকল হ্যাকিং হয়েছে তার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ব্যক্তিগতভাবে জড়িত’ বলে বিশ্বাস করেন মার্কিন গোয়েন্দারা। এরই ধারাবাহিকতায় জানুয়ারির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের চারটি গোয়েন্দা সংস্থার প্রধানরা ডোনাল্ড ট্রাম্প এবং বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে তাদের প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনটির আংশিক সর্বসাধারণের জন্য প্রকাশ করা হলেও ট্রাম্প এবং ওবামার কাছে প্রতিবেদনটির বিস্তারিত উপস্থাপন করা হয়।

ওই প্রতিবেদনের ব্যাপারে জানাশোনা রয়েছে মঙ্গলবার এমন দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায় ট্রাম্প ও ওবামার কাছে যে প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে সেখানে অভিযোগ করা হয়েছে ট্রাম্পের সঙ্গে রাশিয়া সমঝোতার চেষ্টা করেছিল। প্রতিবেদনে অভিযোগ করা হয়, ট্রাম্প রুশ ব্যবসায়ীদের সঙ্গে আর্থিক ও ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়েছিলেন আর তাদেরকে রুশ গোয়েন্দা কর্মকর্তা হিসেবে শনাক্ত করেছেন মার্কিন গোয়েন্দা বিশেষজ্ঞরা। অবশ্য যুক্তরাষ্ট্রের ওই দুই কর্মকর্তা বলছেন, সাবেক ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তার সরবরাহ করা কিছু তথ্য আগে ভ্রান্ত বলে প্রমাণ হয়েছে। তাই এ তথ্যগুলোও ভ্রান্ত কিনা তা জানতে এফবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে।

এদিকে খবরটি প্রকাশের পর একটি টুইট করেছেন ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, ‘ভুয়া সংবাদ-এটি পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত!’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়াও ট্রাম্পের তথ্য গোপন রাখার অভিযোগ অস্বীকার করেছে। ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেছেন, এ অভিযোগটি ‘সাজানো’। সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার জন্য এমন অভিযোড় করা হয়েছে বলেও দাবি করেন তিনি।   

/এফইউ/

সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ