behind the news
Vision  ad on bangla Tribune

থাইল্যান্ডে এয়ার শো চলাকালে বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

বিদেশ ডেস্ক২১:৫১, জানুয়ারি ১৪, ২০১৭

থাইল্যান্ডে শিশুদের জন্য সামরিক বাহিনীর এক প্রদর্শনী চলাকালে একটি যুদ্ধবিমান আকাশে বিধ্বস্ত হয়েছে। শনিবার প্রদর্শনী চলার সময় বিমানটিতে আগুন ধরে গেলে তা বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় ওই বিমানের পাইলট নিহত হয়েছেন।

থাইল্যান্ডের বার্ষিক শিশু দিবসে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। দেশের দক্ষিণাঞ্চলীয় হাত ইয়ায়ের বিমানবন্দরে এ প্রদর্শনী দেখতে অনেক পরিবার জড়ো হয়।

ভিডিও ফুটেজে দেখা যায় বিমানবন্দরের রানওয়ের কাছে এয়ার শো দেখানোর সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এতে ভয়ংকর ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল কংচীপ ত্রানত্রাভানিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এ দুর্ঘটনায় এক পাইলট নিহত হয়েছেন। বিধ্বস্তের কারণ জানতে তদন্ত চলছে।’

দেশটির প্রধানমন্ত্রী পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সূত্র: এএফপি।

/এএ/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ