X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পবিরোধী বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার নারীদের

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০১৭, ১৭:২৬আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৯:৪০

ট্রাম্পবিরোধী নারীদের বিক্ষোভের একটি ছবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার পরদিন শনিবার যুক্তরাষ্ট্রসহ বিশ্বের শহরে কয়েক মিলিয়ন নারী রাজপথে বিক্ষোভ করেছেন। শুধু ওয়াশিংটন আর নিউ ইয়র্কেই অংশ নিয়েছেন কয়েক লাখ নারী। শুধু নারীরাই নয়, অংশ নিয়েছিলেন সব লিঙ্গের মানুষ। তবে আয়োজকরা জানিয়েছেন, ট্রাম্পবিরোধী এখানেই শেষ হচ্ছে না। নারীরা ঘোষণা দিয়েছেন, এটা ট্রাম্পবিরোধী আন্দোলনের শুরু মাত্র। আগামী দিনগুলোতেও এ আন্দোলন চলবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা ট্রাম্পের নারী, অভিবাসী ও মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ ও বিতর্কিত মন্তব্যের প্রতিবাদেই এ বিক্ষোভে অংশ নিয়েছেন। এ বিক্ষোভের পরই তারা থেমে যাবেন না। আরও বড় ধরনের প্রতিরোধ গড়ে তোলা হবে।

বিশ্বব্যাপী নারীদের এই বিক্ষোভের আন্তর্জাতিক সমন্বয়কারী এভি হারমন বলেছেন, এটা মাত্র শুরু। আমরা রাজপথ ছাড়ব না। এটা হচ্ছে গণমানুষের সক্রিয় অংশগ্রহণ। আমরা এই মানুষদের মধ্যে  যোগাযোগ গড়ে তুলছি এবং তাদেরকে নিজ নিজ এলাকার কংগ্রেস সদস্য ও গভর্নরদের কাছে লবিংয়ের জন্য পাঠানো হবে। এখান থেকেই এ কাজ শুরু হচ্ছে আমাদের।

হারমন জানান, তাদের ধারণামতে ওয়াশিংটনে বিক্ষোভকারীদের সংখ্যা দশ লাখেরও বেশি ছিল। আর বিশ্বব্যাপী বিক্ষোভে অন্তত ৩০ লাখ নারী-পুরুষ অংশ নিয়েছেন।

বিক্ষোভে অংশ নেওয়া নারী জেনি ময়রিলা বলেন, মিছিলে অংশগ্রহণটা অনেক গুরুত্বপূর্ণ ও শক্তি। আমরা কিছু একটা করতে চাই। কিন্তু এ জন্য আমাদের মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে হবে, যাতে এই ইস্যু নিয়ে আমরা কথা বলতে পারি।

আরও দুই অংশগ্রহণকারী খালিসা জ্যাকসব ও ইয়ায়ে দিওপ জানান, লড়াই চালিয়ে যেতে তারা উৎসাহবোধ করছেন।

ওয়াশিংটন ছাড়াও শিকাগো, লস অ্যাঞ্জেলস ও বোস্টনে হাজার হাজার নারী গোলাপী টুপি ও পোশাক পরে রাজপথে বিক্ষোভ ও মিছিলে অংশ নেন। বোস্টনে সিনেটর এলিজাবেথ ওয়ারেনও নারীদের মিছিলে অংশ নেন।

যুক্তরাষ্ট্রের বাইরে লন্ডন, সিডনি, টোকিও, বার্লিন, ডাবলিন, দিল্লি’র মতো বিশ্বের বড় বড় শহরগুলোতে ট্রাম্পবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন লাখ লাখ নারী। সূত্র: গার্ডিয়ান।

/এএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন