X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ট্রাম্প-পুতিন ফোনালাপ শনিবার

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৭, ১৪:৫২আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১৪:৫২

 

ট্রাম্প-পুতিন ফোনালাপ শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সদ্য দায়িত্ব নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার টেলিফোনে আলাপ করতে পারেন। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার এটাই হবে তাদের প্রথম ফোনালাপ। শুক্রবার পুতিনের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।

মস্কোতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে জানতে চেয়েছিলেন, শনিবার কি পুতিন-ট্রাম্প ফোনালাপ হবে। জবাবে পেসকভ জানান, হ্যাঁ। অবশ্য এই বেশি কোনও তথ্য জানাননি তিনি।

ক্রেমলিনের সঙ্গে হোয়াইট হাউসের সম্পর্কের ক্ষেত্রে এই ফোনালাপ বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে রাশিয়ার সম্পর্কের টানাপড়েনের প্রেক্ষিতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কেমন হবে তার কিছুটা আঁচ পাওয়া যেতে পারে।

মার্কিন নির্বাচনকে প্রভাবিত করতে রাশিয়ার সাইবার হামলা নিয়ে উভয় দেশের সম্পর্কে বেশ উত্তেজনা বিরাজ করছে। ওবামা প্রশাসনের দাবি, ট্রাম্পকে জেতাতেই রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ডেমোক্র্যাটিক দলের কম্পিউটার হ্যাকিং করা হয়েছে। এরপর ওবামা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও বেশ কয়েকজন কূটনীতিককে বহিষ্কার করেন।

ট্রাম্প শুরু থেকে হ্যাকিংয়ে রাশিয়ার সংশ্লিষ্টতা অস্বীকার করে আসলেও গোয়েন্দাদের ব্রিফিংয়ের পর হ্যাকিংয়ে রাশিয়ার জড়িত থাকার কথা স্বীকার করেন। যদিও একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, রাশিয়ার পাশাপাশি চীনসহ আরও কয়েকটি দেশও যুক্তরাষ্ট্রে সাইবার চালাচ্ছে। আর তাকে জেতাতেই হ্যাকিংয়ের বিষয়টি পুরোই অস্বীকার করে যাচ্ছেন ট্রাম্প। মার্কিন নির্বাচনকে প্রভাবিত করতে হ্যাকিংয়ে সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছে রাশিয়াও। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দফতরে হামলার দাবি রাশিয়ার
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!