X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের নিষেধাজ্ঞায় ব্রিটিশ পাসপোর্টধারীরা ক্ষতিগ্রস্ত হবেন না: বরিস জনসন

অদিতি খান্না, যুক্তরাজ্য
৩১ জানুয়ারি ২০১৭, ১৬:৪২আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৬:৫৯
image

হাউস অব কমন্সে বক্তব্য দিচ্ছেন বরিস জনসন সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সাময়িক নিষিদ্ধ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আদেশ দিয়েছেন তার প্রভাব ব্রিটিশ পাসপোর্টধারীদের ওপর পড়বে না। সব ব্রিটিশ পাসপোর্টধারীকেই যুক্তরাষ্ট্রে সাদরে গ্রহণ করা হবে। সোমবার (৩০ জানুয়ারি) হাউস অব কমন্সে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন এসব দাবি করেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) এক নির্বাহী আদেশে তিন মাসের জন্য ৭ মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে স্থগিতাদেশ দেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশগুলো হলো-ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন।  আর এ নিষেধাজ্ঞা জারির পর সাতটি দেশের কোনওটিতে দ্বৈত নাগরিকত্ব রয়েছে এমন ব্রিটিশ নাগরিকদের মধ্যে‌ও উৎকণ্ঠা তৈরি হয়।
এই প্রেক্ষাপটে সোমবার হাউস অব কমন্সে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেন ‘আমরা যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে নিশ্চয়তা পেয়েছি যে ব্রিটিশ পাসপোর্টধারীরা যদি অন্য দেশের বংশোদ্ভূত হন কিংবা তাদের কাছে অন্য একটি পাসপোর্ট থাকে তারপরও তাদের ক্ষেত্রে এ নির্বাহী আদেশ প্রযোজ্য হবে
জনসন বলেন, ‘এটা আমাদের নীতি নয়, এটি সরকারের বিবেচনাধীন কোনও পদক্ষেপও নয়।  জাতীয়তাভেদে পদক্ষেপগুলো বিভেদ সৃষ্টিকারী এবং অন্যায়, আর এ ব্যাপারে আমি আমাদের উদ্বেগগুলো এরইমধ্যে স্পষ্ট করেছি।’





ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা ইস্যুতে হাউস অব কমন্সের স্পিকার জন বারকাউ একটি জরুরি বিতর্ক অনুষ্ঠানের অনুমোদন দেওয়ার পরই জনসনের বক্তব্য এলো। এ ইস্যুটি যুক্তরাজ্যে বেশ বিতর্কিত হয়েছে। এ বছরের শেষ নাগাদ যুক্তরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফর রুখে দিতে এরইমধ্যে একটি অনলাইন পিটিশনও দায়ের করা হয়েছে। ওই পিটিশনে এখন ১৪ লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন।

শনিবার যুক্তরাজ্যের পার্লামেন্টের ওয়েবসাইটে তৈরি করা পিটিশনটির নাম দেওয়া হয়েছে, ‘প্রিভেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রম মেকিং স্টেট ভিজিট টু দ্য ইউনাইটেড কিংডম’। এ নিয়ে বিতর্ক হবে কিনা তার জন্য ১ লাখ স্বাক্ষরের প্রয়োজন ছিল আর তা দ্রুত সংগ্রহ হয়ে যায়। বিতর্কের তারিখ নির্ধারণের জন্য মঙ্গলবার হাউস অব কমন্সে আলোচনার কথা রয়েছে।

পিটিশনে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের সরকার প্রধান হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া উচিত, কিন্তু তাকে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানানো উচিত হবে না। কারণ, তা মহামান্য রাণীর জন্য লজ্জাজনক হবে।’

পিটিশনে আরও বলা হয়, ‘নারী-বিদ্বেষ ও অমার্জিত আচরণের কারণে ডোনাল্ড ট্রাম্প মহামান্য রাণী কিংবা প্রিন্স অব ওয়ালেসের অভ্যর্থনা পাওয়ার যোগ্যতা হারিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প যতদিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ততদিন তাকে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে আসার জন্য আমন্ত্রণ জানানো উচিত হবে না।’

গত সপ্তাহে যুক্তরাজ্য সফরের সময় রাণী দ্বিতীয় এলিজাবেথের পক্ষে ট্রাম্পকে আমন্ত্রণ জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে যে, সে আমন্ত্রণ প্রত্যাহারের কোনও ইচ্ছে নেই।

ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, ‘রাণীর পক্ষে প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন এবং তা করতে পেরে তিনি খুব খুশি। যুক্তরাষ্ট্র এ দেশের ঘনিষ্ঠ মিত্র, এবং এ বছরের শেষের দিকে আমরা প্রেসিডেন্টকে স্বাগত জানানোর কথা ভাবছি।’

পিটিশনের প্রতি সমর্থন জানিয়ে এবং ট্রাম্পের যুক্তরাষ্ট্র সফরের বিরোধিতা করে বিরোধী দলীয় নেতা জেরেমি করবিনও একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ‘লাখ লাখ ব্রিটিশ জনগণের চাওয়ার প্রতি আমার সমর্থন রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নারী-বিদ্বেষ, মুসলিম-বিদ্বেষ এবং মেক্সিকান নীতিবিরোধী বিদ্বেষের কারণে এ দেশে রাষ্ট্রীয় সফরের জন্য তাকে স্বাগত জানানো উচিত নয়। নির্বাহী আদেশ শেষ না হওয়া তার বিষয়বস্তুগুলো বাতিল না হওয়া পর্যন্ত তার আমন্ত্রণ প্রত্যাহার করে নেওয়া উচিত। ডোনার্ড ট্রাম্পকে রাষ্ট্রীয় সফরে আসার জন্য যে আমন্ত্রণ জানানো হয়েছে তা প্রত্যাহারের জন্য আমি থেরেসা মে-এর কাছে লিখিত দাবি জানিয়েছে।’

/এফইউ/

সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত