X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লাদেনের সহযোগীসহ ১১ আল কায়েদা নেতাকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৭
image

পেন্টাগনের দাবি, দুটি বিমান হামলা চালানো হয়েছে সাবেক আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগীসহ সংগঠনটির ১১ সদস্যকে হত্যা করার দাবি করেছে মার্কিন বাহিনী। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের দাবি, চলতি মাসে সিরিয়ায় ইদলিবের কাছে যুক্তরাষ্ট্রের চালানো দুটি বিমান হামলায় তারা নিহত হয়।
মার্কিন বাহিনীর মুখপাত্র জেফ ডেভিস বলেন, গত ৩ ফেব্রুয়ারি কেবল একটি বিমান হামলাতেই ১০ জন নিহত হয়। আর দ্বিতয়ি হামলাটি চালানো হয় ৪ ফেব্রুয়ারি। ওই হামলায় সাবেক আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সহযোগী আবু হানি আল-মাসরি নিহত হন।
১৯৮০ ও ৯০ এর দশকে আফগানিস্তানে আল মাসরি আল কায়েদার প্রশিক্ষণ ক্যাম্পগুলো স্থাপন ও পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন বলে মনে করা হয়ে থাকে। আল কায়েদার বর্তমান প্রধান আয়মান আল জাওয়াহিরির সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার।
সংশ্লিষ্ট জিহাদি সংগঠন জাভাত ফাতেহ আল শামের মাধ্যমে সিরিয়ায় কার্যক্রম পরিচালনা করে থাকে আল কায়েদা। একসময় আল নুসরা নামে পরিচিত ছিল জাভাত ফতেহ আল শাম। ২০১৬ সালের মাঝামাঝি সময়ে সংগঠনটি ঘোষণা দেয় যে তারা আর কোনও বাইরের সংগঠনের সঙ্গে যুক্ত নেই। আর এরপর গুঞ্জন শোনা যায় যে সংগঠনটি আল কায়েদার সঙ্গেও সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। অবশ্য, জাভাত ফতেহ আল শামের নেতৃত্বজনিত কাঠাসো এখনও আল কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয়ে থাকে।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর তার অনুমোদনকৃত প্রথম অভিযানটি ইয়েমেনে চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। ওই অভিযানও আল কায়েদার বিরুদ্ধে ছিল। অভিযানে শিশুসহ ১৬ জন বেসামরিক নিহত হয়। ওই অভিযান পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের নেভি সিলের এক কর্মকর্তাও নিহত হন। তবে এতো বেসামরিক নিহত হওয়ার পরও এ অভিযানকে সফল বলে উল্লেখ করে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের পক্ষ থেকে ওই অভিযানের পক্ষে সাফাই গেয়ে প্রেস সেক্রেটারি শন স্পাইসার বলেন,‘যখন প্রাণহানি হয় কিংবা লোকজন আহত হয় তখন কোনও কিছুকে পুরোপুরিভাবে সফল বলাটা কঠিন। কিন্তু আমি মনে করি,যখন আপনারা সব কিছু মিলিয়ে চিন্তা করবেন,দেখবেন ভবিষ্যত প্রাণহানি ঠেকাতে আমাদেরকে এ মূল্য দিতে হয়েছে....তখন সামগ্রিক অর্থে এটি একটি সফল অভিযান।’

/এফইউ/

সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা