X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

'আদালতে দেখা হবে'

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৭, ১০:০৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৪৬
image

ডোনাল্ড ট্রাম্প আপিল আদালতেও ভ্রমণ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ বহাল রাখার পর পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে টুইট ও অডিও বিবৃতি দিয়েছেন তিনি। স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য সুপ্রিমকোর্টের শরণাপন্ন হওয়ার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেছেন, ‘আদালতে দেখা হবে’। আদালতের এ সিদ্ধান্তকে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) নাইনথ ইউএস সার্কিট কোর্ট অব আপিলসে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে চূড়ান্ত শুনানি হয়। তিন বিচারকই সর্বসম্মতভাবে রুল জারি করেন। রুলে বলা হয়, ট্রাম্পের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে নিম্ন আদালত যে স্থগিতাদেশ দিয়েছে তা বহাল থাকবে। অর্থাৎ এর মধ্য দিয়ে ইরাক, ইরান, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, সুদান, সোমালিয়ার নাগরিকদের যাদের ভিসা আছে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। ট্রাম্পের ওই অস্থায়ী নিষেধাজ্ঞার আওতায় শরণার্থীদের প্রবেশ স্থগিত রাখার বিষয়টিও আর বহাল থাকছে না। অবশ্য, মামলাটি এখন পুরোপুরি মীমাংসার জন্য সুপ্রিমকোর্ট পর্যন্ত গড়াবে বলে মনে করা হচ্ছে।

আদালতের পক্ষ থেকে ২৯ পৃষ্ঠার রুল জারির পর পরই প্রতিক্রিয়া জানান ট্রাম্প। আইনি চ্যালেঞ্জ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে একটি টুইট করেন তিনি। সেখানে ট্রাম্প লিখেছেন, ‘আদালতে দেখা হবে। আমাদের জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে’।
ট্রাম্পের টুইটের জবাবে ওয়াশিংটন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল বব ফার্গুসন বলেন, ‘আদালতে তার (ট্রাম্প) সঙ্গে আমাদের দুইবার দেখা হয়েছে এবং দুইবারই আমরা জিতেছি’।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, পরে আপিল আদালতের রুলের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে একটি অডিও বিবৃতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে আদালতের এ সিদ্ধান্তকে রাজনৈতিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
এর আগে নিষেধাজ্ঞাটি নিম্ন আদালতে স্থগিত হয়ে যাওয়ার পরও বিচারকের ওপর চটেছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মাটিতে সন্ত্রাসী হামলার দায়িত্ব নিতেও অস্বীকৃতি জানান তিনি। সেসময় টুইটারে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘একজন বিচারক আমাদের দেশকে এমন বিপদের দিকে নিয়ে যাবেন- এটা বিশ্বাসই করতে পারছি না। যদি কিছু ঘটে যায়, তাহলে তার জন্য তাকে এবং আদালত ব্যবস্থাকে দায়ী করুন। বাজে!”

ট্রাম্প বলেন, 'হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে আমি নির্দেশনা দিয়েছিলাম, আমাদের দেশে আসা লোকজনকে যেন খুব ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আদালত এটাকে খুব কঠিন করে তুলেছে।' 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অনেক বিচারকের সমন্বয়ে বড় একটি প্যানেল তৈরি করে সিদ্ধান্ত পর্যালোচনার জন্য নাইনথ সার্কিট কোর্টে আবেদন জানাতে পারবে সরকার। অথবা সরাসরি মার্কিন সুপ্রিম কোর্টেও আবেদন জানানো যাবে। আর এর জন্য সরকার ১৪ দিন সময় পাবে।

/এফইউ/







সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা