X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

তেহরানের হুমকির পাল্টা জবাব দিলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৪
image

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির বক্তব্যকে বাগাড়াম্বরপূর্ণ আখ্যা দিয়ে তাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ইরানের বার্ষিকী উপলক্ষ্যে দেওয়া বক্তব্যে ইরানি প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন। শুক্রবারের ওই বক্তব্যে রুহানি হুমকি দিয়ে বলেছিলেন, ইরানে হামলার কথা চিন্তা করলে যুক্তরাষ্ট্রে অন্ধকার নেমে আাসবে।

২৯ জানুয়ারিতে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কারণে গত সপ্তাহে ট্রাম্প ইরানকে ‘নজরদারিতে রাখার’ হুঁশিয়ারি দেন। পাশাপাশি দেশটির কয়েকজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। শুক্রবার ইরানের রাজধানী তেহরানের দেশটির ইসলামি বিপ্লবের বর্ষপূর্তিতে অনুষ্ঠিত এক সমাবেশে লাখো মানুষের উপস্থিতিতে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট রুহানি ট্রাম্পের ওই হুঁশিয়ারির জবাব দেন। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন। রুহানি বলেন, ইরান সম্পর্কে হোয়াইট হাউস একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে। তাদের উচিত ইরানের জনগণের প্রতি সম্মান রেখে কথা বলা। 

ইরানের এমন বক্তব্যের জবাবে গতকাল বলেন, এ ধরনের বাগাড়াম্বরপূর্ণ বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ইরানের প্রেসিডেন্টকে আরো সতর্ক থাকতে হবে।শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ওয়ানের প্রেস কেবিনে ট্রাম্পের সংক্ষিপ্ত এক উপস্থিতির সময় রুহানির বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে  ট্রাম্প তিনি বলেন, “সতর্ক থাকই তার জন্য ভাল হবে।”

আল জাজিরাকে দেওয়া শুক্রবারের সাক্ষাৎকারে সর্বোচ্চ নেতার প্রভাবশালী উপদেষ্টা আলি আকবর বলেন, ‘ইরানের বিরুদ্ধে সামরিক হুমকি দেওয়ার সাহস যেন ওয়াশিংটন না করে। তিনি বলেন, ‘আমেরিকানরা খুব ভালো করে জানে যে ইরান ও তার ভূরাজনৈতিক মিত্র দেশগুলো খুব কঠোরভাবে হামলার জবাব দিতে পারে।’

এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে তারা যে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছে, এ জন্য তাদের দুঃখ প্রকাশ করতে বাধ্য করা হবে। কেউ যদি ইরান সরকার বা সশস্ত্র বাহিনীকে হুমকি দেয়, তবে তাদের ইরান সম্পর্কে জেনে সতর্ক হওয়া উচিত। 

ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকেই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। এক্ষেত্রে ইরানের ক্ষেপনাস্ত্র পরীক্ষার পর তিনি তেহরানের বিরুদ্ধে অবরোধও আরোপ করেন। কয়েকদিন আগে এক টুইটার বার্তায় ট্রাম্প বলেছেন, “আগুন নিয়ে খেলছে ইরান। প্রেসিডেন্ট বারাক ওবামা তাদের প্রতি কতটা দয়ালু ছিলেন তারা তা মোটেই স্বীকার করে না; কিন্তু আমি তা করব না।” এর প্রেক্ষিতে সর্বোচ্চ নেতা সামরিক বাহিনীর অনুষ্ঠানে বলেছিলেন, “ট্রাম্প বলেছেন ইরানের জনগণের উচিত সাবেক প্রেসিডেন্ট ওবামার প্রতি কৃতজ্ঞ হওয়া। কিন্তু কেন? আমাদের কী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রতি কৃতজ্ঞ হতে হবে? আমরা কী ইরাক ও সিরিয়ার সহিংসতার আগুনের প্রতি কৃতজ্ঞ হব? ২০০৯ সালে ইরানে যে বিশৃঙ্খলা সৃষ্টি করিয়েছিলেন ওবামা; আমরা কী তার প্রতি অন্ধ সমর্থন দেব?”

/বিএ/

সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!