X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফ্লিনকে নিয়ে অন্ধকারে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট পেন্স

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১১:২২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১১:২২
image

 

ফ্লিনকে নিয়ে অন্ধকারে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট পেন্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সদ্য পদত্যগী মার্কিন জাতীয় উপদেষ্টা মাইকেল ফ্লিনের মিথ্যাচারের কথা আগে থেকেই জানতেন, তবে জানতেন না তার রানিং মেট ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ।


মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এবং ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর খবরে এসব কথা বলা হয়। তারা জানায়, অন্তত দুই সপ্তাহ আগে এই মিথ্যাচারের প্রসঙ্গে কথা বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে পেন্সকে এ ব্যাপারে কিছু বলেননি তিনি। পেন্স এ নিয়ে সম্পূর্ণ অন্ধকারেই ছিলেন।
চলতি ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ নিউ ইয়র্ক টাইমস ফ্লিনের বৈঠক ও মিথ্যাচারের প্রসঙ্গ উন্মোচন করে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে, এর আগে তিনি ফ্লিনের রুশ সংশ্লিষ্টতার ব্যপারে অন্ধকারে ছিলেন। কয়েক সপ্তাহ আগে ফ্লিনের বিরুদ্ধে অভিযোগ ওঠে রাশিয়ার সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর। তাকে সরিয়ে দেওয়ার জন্য চাপ বাড়ছিল ট্রাম্পের উপর। এক পর্যায়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে তাঁর কী কথা হয়েছিল, তা ফাঁস হয়ে যায়। সরে যেতে হল ফ্লিনকে।
সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এবং ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছেম হোয়াইট হাউসের শিন স্পাইসার তথ্য ফাঁস করেছেন। স্পাইসারের দাবি, এ ব্যাপারে ট্রাম্প এতো আগে থেকে জানলেও ফ্লিনকে তক্ষণাৎ পদত্যগ করানোর ব্যাপারে আগ্রহী ছিলেন না তিনি।
ডোনাল্ড ট্রাম্প গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই জাস্টিস ডিপার্টমেন্ট ফ্লিনের রুশ যোগাযোগ নিয়ে হোয়াইট হাউসকে সতর্ক করে দিয়েছিল। বলা হয়েছিল, ফ্লিন রাশিয়ার ব্ল্যাকমেলের শিকার হতে পারেন। ডেমোক্রেট নেতারা তখন ফ্লিনের অপসারণ দাবি করলেও ফ্লিন নিষেধাজ্ঞা নিয়ে রুশ দূতের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করেন। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও পরে ফ্লিনের পক্ষ নিয়ে কথা বলেন।
গত মাসেই তৎকালীন অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটস হোয়াইট হাউজকে সতর্ক করে দিয়ে বলেছিলেন মাইকেল ফ্লিনকে সহজেই ব্ল্যাকমেল করা যায়। ট্রাম্পের অভিবাসন সংক্রান্ত নিষেধাজ্ঞা ‘আইনসম্মত নয়’ বলে মার্কিন বিচার দফতরকে পরামর্শ দেওয়ার দায়ে এই ইয়েটসকে অবশ্য হোয়াইট হাউজ পরে সরিয়ে দেয়। কিন্তু এ বার সরে যেতে হল ফ্লিনকে। 
/বিএ/

সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!