X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কিম জং উনের ভাইকে হত্যার অভিযোগে উ.কোরীয় নাগরিক গ্রেফতার

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৪২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৫৭
image

কিম জং নাম উত্তর কোরীয় নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নামকে হত্যার অভিযোগে এক উত্তর কোরীয় নাগরিককে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালা লামপুর বিমানবন্দরে কিম জং নামকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি মালয়েশিয়া থেকে ম্যাকাও যাওয়ার জন্য বিমানবন্দরে দাঁড়িয়ে থাকার সময় তার মুখ বিষাক্ত কেমিক্যাল স্প্রে করা হয়।

কিম জং নাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উত্তর কোরীয় নাগরিক ৪৬ বছর বয়সী রি জং শলকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে মালয়েশিয়ার রাজধানীর নিকটবর্তী সেলাঙ্গর এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এই হত্যাকাণ্ডে এবারই প্রথম কোনও উত্তর কোরীয়কে গ্রেফতার করা হলো। এর আগে এক ইন্দোনেশীয় নারী, এক মালয়েশীয় পুরুষ এবং ভিয়েতনামীয় পাসপোর্টধারী এক নারীকে গ্রেফতার করে পুলিশ।

মালয়েশীয় পুলিশ প্রধান জানিয়েছেন, এর আগে আটক সিতি আইসাহ নামের ইন্দোনেশীয় নারী জানিয়েছেন, তাকে ওই কাজের জন্য অর্থ দেওয়া হয়েছিল। সেই সঙ্গে বলা হয়, এটি একটি প্র্যাঙ্ক বা কৌতুকপূর্ণ নাটক। আটক মালয়েশীয় পুরুষ তার বয়ফ্রেন্ড বলে পুলিশ জানিয়েছে। ভিয়েতনামীয় পাসপোর্টধারী নারীর নাম ডোয়ান শি হুয়ং।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে কিম জং নামের মরদেহ দ্রুত হস্তান্তরের দাবি জানানো হলেও মালয়েশিয়া জানিয়েছে, তারা ডিএনএ নমুনা ও ফরেনসিক পরীক্ষার আগে মরদেহ হস্তান্তর করতে পারবে না।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা দাবি করেছে, উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন কিন জং উন সরকারই কিম জং নামকে হত্যা করেছে।

সৎ ভাই কিম জং নাম উত্তর কোরীয় নেতা কিম জং উনের চেয়ে বয়সে বড়। একটি দীর্ঘ সময় তিনি দেশের বাইরে ম্যাকাও, চীনের মূল ভূখণ্ড এবং সিঙ্গাপুরে কাটিয়েছেন। উত্তর কোরিয়ায় তার পরিবার যে পরিবারতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তুলেছে তার প্রকাশ্য সমালোচক ছিলেন কিম নাম। তিনি ২০১২ সালে তার সৎ ভাইয়ের নেতৃত্বের গুণাবলী নিয়েও প্রশ্ন তোলেন। তবে নিজে কখনওই ক্ষমতায় আসার কথা বলেননি।

কিম জং নাম এবং কিম জং উন দুজনই সাবেক উত্তর কোরীয় নেতা কিম জং ইলের সন্তান। কিন্তু তাদের জন্ম ভিন্ন ভিন্ন মায়ের গর্ভে। কিম জং নাম তার ফুফা জ্যাং সং থায়েকের ঘনিষ্ঠ ছিলেন বলে মনে করা হয়ে থাকে। ২০১৩ সালে কিম জং উনের নির্দেশে সং থায়েকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ