X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

নামকে হত্যার ‘নির্দেশ’ দিয়েছেন কিম: দ.কোরীয় গোয়েন্দাদের দাবি

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৫৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:০২

কিম জং নাম উত্তর কোরীয় নেতা কিম জং উন-এর ভাই কিম জং নামকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন দেশটির মন্ত্রী। আর এ হত্যার নির্দেশ দিয়েছেন খোদ কিম জং উন-ই। এ দাবি করেছে দক্ষিণ কোরিয়ার একটি গোয়েন্দা সংস্থা।

কিম নাম হত্যায় দুই সন্দেহভাজন নারীকে গ্রেফতারের পর দক্ষিণ কোরীয় গোয়েন্দা কর্মকর্তারা দেশটির আইনপ্রণেতাদের বিষয়টি সম্পর্কে অবহিত করেছেন। গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ দাবি করেছেন দেশটির এক আইনপ্রণেতা।

দক্ষিণ কোরীয় আইনপ্রণেতা কিম বাইয়ুং-কি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, নামকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করে দুটি আততায়ী গোষ্ঠী ও একটি সহযোগী গোষ্ঠী।

অবশ্য উত্তর কোরিয়ার পক্ষ থেকে নাম হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসা হচ্ছে।

১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালা লামপুর বিমানবন্দরে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নামকে বিষপ্রয়োগে হত্যা করা হয়।

বুধবার মালয়েশিয়া জানিয়েছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই ন্যামের হত্যাকাণ্ডের ঘ্টনায় উত্তর কোরিয়ার কুয়ালালামপুর দূতাবাসের দ্বিতীয় সচিব ৪৪ বছর বয়সী হায়ন কওয়াং সোংকে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা।  আর শনিবার সেলানগর রাজ্য পুলিশের প্রধান আব্দুল সামাহ ম্যাট জানিয়েছেন, এগিয়ে আসার জন্য ওই কূটনীতিককে ‘যৌক্তিক’ সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি সহযোগিতা না করলে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ। সামাহ জানিয়েছেন, উল্লেখিত ব্যক্তি যদি পুলিশকে সহযোগিতা না করেন তাহলে মালয়েশিয়ার আইনানুযায়ী নোটিশ ইস্যু করবে পুলিশ এবং তাকে তদন্তকারী দলের সামনে উপস্থিত হতে ‘বাধ্য’ করবে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নোটিশ পেয়েও যদি তিনি উপস্থিত না হন, তখন আমরা আদালত থেকে গ্রেফতারি পরোয়ানার ব্যবস্থা করব এবং পরবর্তী পদক্ষেপ নেব’।  

সৎ ভাই কিম জং নাম উত্তর কোরীয় নেতা কিম জং উনের চেয়ে বয়সে বড়। একটি দীর্ঘ সময় তিনি দেশের বাইরে ম্যাকাও, চীনের মূল ভূখণ্ড এবং সিঙ্গাপুরে কাটিয়েছেন। উত্তর কোরিয়ায় তার পরিবার যে পরিবারতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তুলেছে তার প্রকাশ্য সমালোচক ছিলেন কিম নাম। তিনি ২০১২ সালে তার সৎ ভাইয়ের নেতৃত্বের গুণাবলী নিয়েও প্রশ্ন তোলেন। তবে নিজে কখনওই ক্ষমতায় আসার কথা বলেননি।

কিম জং নাম এবং কিম জং উন দুজনই সাবেক উত্তর কোরীয় নেতা কিম জং ইলের সন্তান। কিন্তু তাদের জন্ম ভিন্ন ভিন্ন মায়ের গর্ভে। কিম জং নাম তার ফুফা জ্যাং সং থায়েকের ঘনিষ্ঠ ছিলেন বলে মনে করা হয়ে থাকে। ২০১৩ সালে কিম জং উনের নির্দেশে সং থায়েকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সূত্র: সিএনএন।

/এএ/

সম্পর্কিত
অর্থনীতি চাঙা করতে গাঁজা চাষে ঝুঁকছে পাকিস্তান
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার