X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

কিম নাম হত্যা মামলায় দুই নারীর বিরুদ্ধে গঠিত হচ্ছে অভিযোগ

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩২
image

কিম নাম হত্যা মামলায় দুই নারীর বিরুদ্ধে গঠিত হচ্ছে অভিযোগ উত্তর কোরীয় নেতা কিম জং উন-এর সৎ ভাই কিম জং নাম হত্যা মামলায় দুই নারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হচ্ছে। বুধবার মালয়েশীয় প্রসিকিউটরদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আপানদি আলী জানিয়েছেন, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের নাগরিক ওই দুই নারীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে হত্যা মামলার অভিযোগ আনা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালা লামপুর বিমানবন্দরে কিম জং নামকে বিষপ্রয়োগে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি মালয়েশিয়া থেকে ম্যাকাও যাওয়ার জন্য বিমানবন্দরে দাঁড়িয়ে থাকার সময় দু’জন নারী তার মুখে বিষাক্ত কেমিক্যাল স্প্রে করেন।

ওই হত্যাকাণ্ডের এক সপ্তাহেরও বেশি সময় পর শনিবার সিতি আইসাহ নামে আটক এক নারী ঘটনার বর্ণনায় জানান, একটি রিয়েলিটি শো’র অংশ হিসাবে কিম জং নামের মুখে কৌতুকচ্ছলে ‘বেবি অয়েল’ এর মতো একটি তরল মেখে দিতে বলা হয়েছিল তাকে। এজন্য তাকে দেওয়া হয়েছিল ৯০ ডলার।

মালয়েশিয়ার পুলিশ বলছে, নামের মুখে যে তরল মাখানো হয় সেটি ছিল মারাত্মক বিষাক্ত রাসায়নিক ‘ভিএক্স নার্ভ এজেন্ট’। যার কারণে নাম মারা গেছেন। কিন্তু ওই তেলটি যে বিষাক্ত ছিল তা জানতেন না বলে জানিয়েছেন ইন্দোনেশীয় নারী আইসাহ।

তবে এই তেল নেওয়ার ফলে ওই নারীর দেহে কোনও রাসায়নিক বিক্রিয়ার চিহ্ন দেখা যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। নাম হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া আরেক ভিয়েতনামী নারী ডোয়ান থি হুয়ং-এর সঙ্গেও ভিয়েতনামের কর্মকর্তারা কথা বলেছেন। তবে তারাও কোনও মন্তব্য করেননি। মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর বৃহস্পতিবার জানান, নামের চোখ ও মুখ থেকে সংগ্রহ করা নমুনাটি যে ‘ভিএক্স নার্ভ এজেন্ট’, সে বিষয়ে তাদের বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন।

অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, ‘ওই দুই নারীর বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ গঠন করা হবে।’ দোষী প্রমাণিত হলে তাদের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হতে পারে।

কিম জং নাম এবং কিম জং উন

ওই দুই নারী ছাড়াও কিম নাম হত্যাকাণ্ডে সন্দেহের তালিকায় রয়েছেন আরও অন্তত ৮ জন। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে চার উত্তর কোরীয় নাগরিকের কথা সামনে এসেছে। তাদের মধ্যে তিনজন এখনও মালয়েশিয়ায় রয়েছেন এবং চতুর্থ সন্দেহভাজন মালয়েশিয়া থেকে পিয়ংইয়ং ফিরে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

মালয়েশীয় পুলিশ প্রধান আরও জানান, কুয়ালা লামপুরে উত্তর কোরিয়া দূতাবাসের কর্মকর্তা হিও কোয়াং সং ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। মালয়েশিয়ায় অবস্থান করা অপর দুই উত্তর কোরীয় সন্দেহভাজন হলেন, দেশটির রাষ্ট্রীয় এয়ারলাইন কোম্পানি এয়ার কোরিওর কর্মকর্তা কিম উক ইল এবং রি জি উ।  

এর আগে শুক্রবার রাতে মালয়েশিয়ার রাজধানীর নিকটবর্তী সেলাঙ্গর এলাকা থেকে ৪৬ বছর বয়সী উত্তর কোরীয় নাগরিক রি জং শলকে গ্রেফতার করা হয়েছে।

সৎ ভাই কিম জং নাম উত্তর কোরীয় নেতা কিম জং উনের চেয়ে বয়সে বড়। একটি দীর্ঘ সময় তিনি দেশের বাইরে ম্যাকাও, চীনের মূল ভূখণ্ড এবং সিঙ্গাপুরে কাটিয়েছেন। উত্তর কোরিয়ায় তার পরিবার যে পরিবারতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তুলেছে তার প্রকাশ্য সমালোচক ছিলেন কিম নাম। তিনি ২০১২ সালে তার সৎ ভাইয়ের নেতৃত্বের গুণাবলী নিয়েও প্রশ্ন তোলেন। তবে নিজে কখনওই ক্ষমতায় আসার কথা বলেননি।

কিম জং নাম এবং কিম জং উন দুজনই সাবেক উত্তর কোরীয় নেতা কিম জং ইলের সন্তান। কিন্তু তাদের জন্ম ভিন্ন ভিন্ন মায়ের গর্ভে। কিম জং নাম তার ফুফা জ্যাং সং থায়েকের ঘনিষ্ঠ ছিলেন বলে মনে করা হয়ে থাকে। ২০১৩ সালে কিম জং উনের নির্দেশে সং থায়েকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
অর্থনীতি চাঙা করতে গাঁজা চাষে ঝুঁকছে পাকিস্তান
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
সর্বশেষ খবর
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার