X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মসুলের কারাগারে গণকবর খুঁজে পেয়েছে ইরাকি বাহিনী

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০১৭, ০৩:৩৫আপডেট : ১২ মার্চ ২০১৭, ০৩:৩৭
image

বুধবার বাদাউশ কারাগার পুনরুদ্ধার করে ইরাকি বাহিনী ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের নিকটস্থ বাদাউশ কারাগারে প্রায় ৫০০ জন মানুষের দেহাবশেষসহ একটি গণকবর পাওয়া গেছে। ইরাকি বাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

শিয়া নেতৃত্বাধীন হাশদ আল-শাবি বাহিনী জানায়, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর গণহত্যার শিকার ব্যক্তিরা বেসামরিক বন্দি ছিলেন।

অভিযোগ রয়েছে, আইএস ২০১৪ সালে মসুল দখল করার পর ছয় শতাধিক বন্দিকে হত্যা করেছে। এদের বেশিরভাগই শিয়া মুসলিম। চলতি সপ্তাহের শুরুর দিকে বাদাউশ কারাগারটি পুনরুদ্ধার করে ইরাকি বাহিনী।

শনিবার আধাসামরিক বাহিনী হাশদ আল-শাবি বলেছে, বিশাল ওই গণকবরে প্রায় ৫০০ জন বেসামরিক বন্দির দেহাবশেষ পাওয়া গেছে। মসুল দখলে নেয়ার পর আইএস জঙ্গিরা তাদের হত্যা করে।

গণকবর খুঁজে পাওয়ার কথা তাৎক্ষণিকভাবে যাচাই বাছাই করা সম্ভব হয়নি। তবে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) ২০১৪ সালের প্রতিবেদন অনুযায়ী, আইএসের বন্দুকধারীরা সেসময় শত শত বন্দিকে হত্যা করেছে।

এর আগে গতবছর নভেম্বরে জাতিসংঘ মসুলে গণকবর খুঁজে পাওয়ার কথা জানিয়েছিল।

বুধবার ইরাকি বাহিনীর ৯ম আর্মার্ড ডিভিশন ও মিত্র বাহিনী উত্তর-পশ্চিম মসুলের বাদাউশ গ্রামটি পুনরুদ্ধার করে।

মসুল শহর থেকে ১৫ কিলোমিটার দূরবর্তী বাদাউশ কারাগারটি থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা এইচআরডব্লিউ-কে জানান, ২০১৪ সালে বাদাউশ কারাগার দখলের পর আইএস জঙ্গিরা ১৫০০ বন্দিকে হাত-পা বেঁধে লরিতে করে মরুভূমির বিচ্ছিন্ন এলাকায় নিয়ে যায়।

এইচআরডব্লিউ-এর প্রতিবেদন বলা হয়, আইএস জঙ্গিরা সুন্নি ও খ্রিস্টান বন্দিদের থেকে শিয়াদের পৃথক করে। এরপর তাদের নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে শিয়া বন্দিদের মাথায় বা পেছন থেকে গুলি করে হত্যা করা হয়।

উল্লেখ্য, ২০১৪ সালের জুনে আইএস জঙ্গিরা মসুল নগরী দখল করে নেয়। ইরাকের দ্বিতীয় বৃহত্তম এই নগরীতে তখন প্রায় ১৫ লাখ মানুষ ছিলেন বলে ধারণা করা হয়। ২০১৬ সালের ১৭ অক্টোবর ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আনুষ্ঠানিকভাবে মসুল পুনরুদ্ধার অভিযান শুরুর ঘোষণা দেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। এরপর ইরাকি সেনা ও পুলিশ বাহিনী, শিয়া মিলিশিয়া এবং কুর্দি বাহিনী যৌথভাবে মসুল পুনরুদ্ধারের অভিযান শুরু করে।

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন