X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অভিযোগের প্রমাণ দিন, নয়তো প্রত্যাহার করুন: ট্রাম্পকে ম্যাককেইন

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৭, ১৪:৫৫আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৬:০৬
image

ট্রাম্প ও ম্যাককেইন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা’র বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ প্রমাণ করতে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন রিপাবলিকান নেতা জন ম্যাককেইন। আর প্রমাণ হাজির না করতে পারলে অভিযোগ প্রত্যাহার করে নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। নির্বাচনি প্রচারণা চলার সময় ওবামা ট্রাম্প টাওয়ারে আড়ি পেতেছিলেন এমন অভিযোগের বিরুদ্ধে হাউস ইনটেলিজেন্স কমিটি প্রমাণ চাওয়ার পরই ম্যাককেইন এ অবস্থান জানিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি টুইটারে দেওয়া পোস্টে ট্রাম্প দাবি করেন, তিনি নির্বাচিত হওয়ার এক মাস আগে পূর্বসূরি বারাক ওবামা তার টেলিফোনে আড়ি পেতেছিলেন। ওবামা’র সমালোচনা করে টুইটারে দেওয়া ওই পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ভয়ংকর! মাত্র আবিষ্কার করলাম, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের কয়েক দিন আগে আমার ট্রাম্প টাওয়ারের ফোনে আড়ি পাতেন ওবামা। কিন্তু কিছুই পাওয়া যায়নি।’ টুইটারে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প বলেন, ‘কতটা নিচু হলে অত্যন্ত পবিত্র নির্বাচনি প্রক্রিয়ার সময় ওবামা আমার টেলিফোনে আড়ি পাততে পারেন। এটা নিক্সন/ওয়াটারগেট কেলেঙ্কারির মতো ঘটনা।’ ট্রাম্পের এমন দাবির পর বারাক ওবামা’র মুখপাত্র কেভিন লুইস বলেছেন, ফোনে আড়িপাতা সংক্রান্ত ট্রাম্পের দাবি ‘ডাহা মিথ্যাচার’। ডোনাল্ড ট্রাম্প নিজেও অবশ্য দাবির সমর্থনে কোনও প্রমাণ দেখাতে পারেননি। এরইমধ্যে হাউস ইনটেলিজেন্স কমিটির পক্ষ থেকেও এ ব্যাপারে প্রমাণ হাজির করতে বলা হয়েছে।  

এই প্রেক্ষাপটে জন ম্যাককেইন ট্রাম্পের উদ্দেশে বলেন, ‘আমি চিন্তা করি প্রেসিডেন্টের দুটি উপায় থেকে যেকোনও একটিকে বেছে নিতে হবে। হয় আমেরিকান জনগণের কাছে তথ্য প্রকাশ করতে হবে নয়তো অভিযোগ প্রত্যাহার করে নিতে হবে। কারণ, যদি তার (ট্রাম্পের) পূর্বসূরী আইন ভঙ্গ করেন, প্রেসিডেন্ট ওবামা আইন ভঙ্গ করেন, তবে এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিসয় যা অন্তত প্রকাশ করতে হবে।’

নির্বাচনি প্রচারণাকালে ওবামাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের নিকৃষ্টতম প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেছিলেন ট্রাম্প। এমনকি গত ফেব্রুয়ারিতে নিজের প্রতি সহানুভূতিশীল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারেও ওবামা’র কঠোর সমালোচনা করেন ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রজুড়ে তিনি যে বিক্ষোভের মুখে পড়েছেন, এমনকি নিজ দলের মধ্যেও তার বিরোধিতা তাকে মোকাবিলা করতে হচ্ছে এর নেপথ্যে বারাক ওবামা’র হাত রয়েছে।

বিশেষ করে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের প্রথম সপ্তাহে ব্যাপক বিক্ষোভের জন্য বারাক ওবামাকে দায়ী করেন ট্রাম্প। ফক্স টেলিভিশনের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ নামের ওই অনুষ্ঠানে তিনি বলেন, আমি মনে করি ওবামা এসবের সঙ্গে যুক্ত। আমি জানি এটা রাজনীতিরই অংশ।

ডোনাল্ড ট্রাম্প বলেন, পর্দার পেছনে কি ঘটছে তা নিশ্চিতভাবে জানা সম্ভব নয়। তবে আমার মনে হয় গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের সঙ্গে ওবামা প্রশাসনের লোকজন জড়িত। তারা সংবাদমাধ্যমগুলোর কাছে হোয়াইট হাউসের দরকারি তথ্য ফাঁস করে দিচ্ছে।

/এফইউ/

সম্পর্কিত
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!