X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লন্ডন হামলার নিন্দায় হামলাকারীর স্ত্রী

অদিতি খান্না, যুক্তরাজ্য
২৮ মার্চ ২০১৭, ১৭:০০আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৭:৩৯

হামলাকারী খালিদ মাসুদ এবং তার স্ত্রী রোহে হায়দারা লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলার নিন্দা জানিয়েছেন হামলাকারী খালিদ মাসুদ-এর স্ত্রী রোহে হায়দারা। তিনি বলেছেন, ‘বিষণ্নতা এবং অভিঘাত’-ফলশ্রুতিতেই ২২ মার্চ ২০১৭ তারিখের ওই হামলা চালান ৫২ বছরের খালিদ মাসুদ। মঙ্গলবার স্কটল্যান্ড ইয়ার্ড-এর কাছে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন। এর একদিন আগে প্রায় একই ভাষায় ওই হামলার নিন্দা জানান হামলাকারীর মা। ওই হামলায় নিহত হন চার নিরপরাধ ব্যক্তি। আহত হন ৫০ জন।

খালিদ মাসুদ-এর স্ত্রী ৩৯ বছরের রোহে হায়দারা বলেন, ‘খালিদ যেটা করেছে তার জন্য আমি দুঃখিত ও মর্মাহত। আমি পুরোপুরিভাবে তার এ কাজের নিন্দা জানাই। এ হামলার শিকার হয়ে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন সেই কামনা করছি। এই কঠিন সময়ে আমাদের পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি; বিশেষ করে পরিবারের শিশুদের।’

এর আগে সোমবার খালিদ মাসুদের মা জ্যানেট আজাও বলেন, এই ভয়ানক ঘটনার শিকার ব্যক্তিদের জন্য তার অশ্রুপাত হয়েছে।

জ্যানেট আজাও বলেন, একটা বিষয় আমি পুরোপুরি পরিষ্কার করতে চাই। এ ব্যাপারে কোনও সন্দেহ নেই যে, তার কর্মকাণ্ড ক্ষমার অযোগ্য। যে বিশ্বাস থেকে সে এমন নৃশংসতা চালিয়েছে সেটা গ্রহণযোগ্য নয়।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ বলছে, মাসুদের উগ্রবাদী কর্মকাণ্ডের প্রতি পরিষ্কার আগ্রহ ছিল। আইএসের প্রতি তার দুর্বলতা ছিল। তবে এর কোনও প্রমাণ ছিল না।

পুলিশ জানিয়েছে, পরবর্তী আর কোনও সম্ভাব্য হামলা-পরিকল্পনা সম্পর্কে জানা যায়নি। তবে একা হামলা চালিয়ে খালিদ নিহত হওয়ায় হামলার উদ্দেশ্য সম্পর্কে জানার ব্যাপারে সংশয় তৈরি হয়েছে।

২২ মার্চ ২০১৭ বুধবার ওয়েস্টমিনিস্টার সেতুর ওপর দিয়ে পার্লামেন্টের দিকে আসার পথে সজোরে গাড়ি চালিয়ে তা পথচারীদের ওপর উঠিয়ে দেন হামলাকারী খালিদ মাসুদ। এতে বেশ কয়েকজন হতাহত হন। পরে গাড়িটি পার্লামেন্টের নিরাপত্তাবেষ্টনীতে গিয়ে আঘাত হানে।

হামলাকারী ৮ ইঞ্চি ছুরি নিয়ে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে এক পুলিশ সদস্যের ওপর ছুরিকাঘাত করা হয়। তখন পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়।

পুলিশ জানিয়েছে, সহিংস অপরাধের অভিযোগে কারাগারে থাকার সময় খালিদ ইসলাম গ্রহণ করেন। কারাগারে থাকার সময়ই সে ইসলামী উগ্রপন্থায় আগ্রহী হয় বলে মনে করা হচ্ছে।

মেট্রোপলিটন পুলিশের উপ-সহকারী কমিশনার নেইল বাসু বলেছেন, ‘সে এটা কেন করলো তা হয়তো আমরা কখনও বুঝতে পারবো না।’

এদিকে লন্ডন হামলায় জড়িত সন্দেহে আটক হওয়া ১১ জনের মধ্যে ৭ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আর কোনও ব্যবস্থা নেওয়া হবে না। আটককৃত দুই নারীকে মার্চ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। আর বাকি দুই ব্যক্তিকে নিরাপত্তা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নেইল বাসু বলেন, ‘আমরা এখনও বিশ্বাস করি মাসুদ ওই দিন একাই এ কাজ করেছে, আর কোনও হামলার পরিকল্পনা করা হয়েছে বলে কোনও গোয়েন্দা তথ্য বা ইঙ্গিত পাওয়া যায়নি।’

৮২ সেকেন্ডের মধ্যে পুরো হামলার ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে গোয়েন্দারা। বাসু বলেন, ‘যদি সে একাই এই হামলার প্রস্তুতি নিয়ে থাকে, তাহলেও আমাদের পরিষ্কারভাবে জানতে হবে সে কেন এমন কাজ করলো, লন্ডনবাসীদের আশ্বস্ত করতে তা জানতে হবে।’ মাসুদ কি সন্ত্রাসী প্রপাগান্ডায় প্ররোচিত হয়ে একাই এ কাজ করেছে? না অন্য কেউ তাকে উৎসাহিত করেছে, সমর্থন দিয়েছে বা পরিচালনা করেছে, তা নিশ্চিত হতে দৃঢ় প্রতিজ্ঞ আমরা। ‘যদি অন্য কেউ এতে জড়িত থাকে, তাদেরও বিচারের মুখোমুখি করা হবে।’ মাসুদের পরিচিতদের পুলিশের সঙ্গে কথা বলার আহ্বান জানিয়েছেন নেইল।

/এমপি/

সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে আন্তরিক অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে আন্তরিক অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ