X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১
পুতিন-রুহানি বৈঠক

সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক হয়ে লড়বে রাশিয়া-ইরান

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০১৭, ০০:০২আপডেট : ২৯ মার্চ ২০১৭, ০০:২৩

ভ্লাদিমির পুতিন এবং হাসান রুহানি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনে সাক্ষাৎ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এ সময় দুই নেতা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে লড়াইয়ের অঙ্গীকার করেন।

সাক্ষাৎকালে ভ্লাদিমির পুতিন বলেন, ইরান রাশিয়ার ভালো প্রতিবেশী। দেশটি আমাদের আস্থাভাজন অংশীদার। মস্কো এবং তেহরান বিভিন্ন ক্ষেত্রে বেশ কার্যকরভাবে কাজ করেছে। এর মধ্যে বৈশ্বিক ইস্যু এবং খুবই মারাত্মক আন্তর্জাতিক সমস্যা নিরসনের মতো বিষয়ও রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা প্রতিষ্ঠায় রাশিয়া ও ইরান ঘনিষ্ঠভাবে কাজ করছে। দুই দেশের সম্পর্কের প্রধান লক্ষ্য হচ্ছে, আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা।

মস্কো-তেহরান সম্পর্ক কখনোই তৃতীয় কোনও দেশের স্বার্থবিরোধী নয় বলে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট। রাশিয়ার সঙ্গে সম্পর্ককে জোরদারের ওপর ইরান গুরুত্বারোপ করে উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক উন্নয়নের জন্য দুই দেশই গত সাড়ে তিন বছর ধরে নানা পদক্ষেপ নিয়েছে।

পারস্পারিক সম্পর্ক নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে উল্লেখ করে তিনি বলেন, নতুন এ পর্যায়ে ইরান এবং রাশিয়া টেকসই এবং দীর্ঘমেয়াদী সম্পর্কের বিষয়ে কথা বলতে পারে।

সাম্প্রতিক বছর গুলোতে দুই দেশ গুরুত্বপূর্ণ বিশেষ করে অর্থনৈতিক খাতে সাফল্য অর্জন করেছে। এ বিষয়টি তুলে ধরে হাসান রুহানি বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে ২০১৬ সালে বাণিজ্যের পরিমাণ আগের বছরের চেয়ে ৭০ শতাংশ বেড়েছে।

ইরানি প্রেসিডেন্ট রাশিয়া সফরে এরইমধ্যে দুই দেশ পারস্পরিক সহযোগিতা বিষয়ক ১৪ দলিলে স্বাক্ষর করেছে।  রাজনৈতিক, অর্থনৈতিক, বিচারিক, আইনি, বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এসব দলিল স্বাক্ষরিত হয়। সূত্র: আল জাজিরা, আরটি।

/এমপি/

সম্পর্কিত
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!