X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

রুশ মেট্রো স্টেশনের হামলা 'আত্মঘাতী', নিহতের সংখ্যা বেড়ে ১৪

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০১৭, ১৮:৩৩আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ১৮:৫৬
image

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মেট্রো স্টেশনে বিস্ফোরণকে আত্মঘাতী হামলা দাবি করছে কিরগিজস্তান। দুষছে নিজ দেশেরই নাগরিককে। রুশ তদন্তকারীরাও একে আত্মঘাতী হামলা বলছে। তবে হামলাকারীকে শনাক্ত করার কথা জানালেও সন্দেহভাজন তার জাতীয়তা নিশ্চিত করেনি তারা। এদিকে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ।
সোমবার বিকালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের দু’টি পাতাল রেল স্টেশনের মাঝামাঝি জায়গায় একটি ট্রেনে ওই হামলা চালানো হয়। মঙ্গলবার সবশেষ ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা প্রায় অর্ধশতাধিক বলে জানানো হয়েছে। মঙ্গলবার রুশ স্বাস্থ্যমন্ত্রী ভেরোনিকা স্কভোর্টসোভার বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ হতাহতের সংখ্যা জানায়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, রাশিয়ার তদন্তকারীরা হামলাকারীকে মধ্য এশীয় বললেও তার জাতীয়তা নিশ্চিত করেনি। তবে তারা জানিয়েছেন, হামলাকারীর দেহাবশেষ পরীক্ষার মাধ্যমে তাকে শনাক্ত করা গেছে। তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ না করার কথা জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। 
হামলায় মধ্য এশীয় দেশ কিরগিজস্তান বংশোদ্ভূত এক তরুণ জড়িত বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ওই তরুণ পরে রুশ নাগরিকত্ব গ্রহণ করেছে করে দাবি করেছেন তারা।কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, এক আত্মঘাতী বোমারু সেন্ট পিটার্সবার্গের মেট্রো স্টেশনে ওই হামলা চালায়। 

 কিরগিজ কর্তৃপক্ষ জানায়, সন্দেহভাজন হামলাকারীর নাম আকবারজান জালিলোভ। সে কিরগিজস্তানে জন্মগ্রহণকারী রুশ নাগরিক।

হামলার পর মানুষের আহাজারি

কিরগিজ নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আকবরজন জলিলভ নামের ওই তরুণ ১৯৯৫ সালে কিরগিজস্তানের অশ এলাকায় জন্মগ্রহণ করে। পরে সে রুশ নাগরিকত্ব গ্রহ্ণ করে। কিরগিজ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনার তদন্তে দেশটির নিরাপত্তা বাহিনী রুশ সিক্রেট সার্ভিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।

এর আগে রুশ বার্তা সংস্থা ইন্টারফেক্স ও তাস জানিয়েছে, হামলাকারীকে শনাক্ত করা গেছে। ২৩ বছর বয়সী ওই সন্দেহভাজন হামলাকারী মধ্য এশীয় বশোদ্ভূত। সে উগ্রপন্থী ইসলামি মতবাদে সম্পৃক্ত বলেও জানায় ইন্টারফেক্স।

তবে এটি আত্মঘাতী হামলা ছিল কিনা, সে সম্পর্কে বিভিন্ন রুশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে মতভিন্নতা রয়েছে।

সেন্ট পিটার্সবার্গ কর্তৃপক্ষ তিন দিনের শোক ঘোষণা করেছে।

বিস্ফোরণের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গেই ছিলেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন পুতিন

এই বিস্ফোরণকে ‘সন্ত্রাসী হামলা’ বলে মনে করছে রাশিয়ার কর্তৃপক্ষ। তদন্তকারীরা জানিয়েছেন, ‘এটি সন্ত্রাসী হামলা হতে পারে।’  

রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ ফেসবুকে দেওয়া এক পোস্টেও একে ‘সন্ত্রাসী হামলা’ বলে দাবি করেন। তিনি জানান, হামলার পরপরই তদন্ত শুরু হয়েছে। সন্ত্রাসবাদ ছাড়াও হামলার সম্ভাব্য সব কারণ নিয়ে তদন্তকাজ পরিচালনা করবেন তদন্তকারীরা।

এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, সন্ত্রাসবাদসহ সম্ভাব্য সব কারণকে মাথায় রেখে তদন্ত চলবে। পুতিন বলেন, ‘তদন্তই সব বলবে। সম্ভাব্য সব দিক মাথায় রেখে তদন্ত চালাব আমরা। তবে শুরুতেই আমরা দেখতে চাইব, হামলাটি সন্ত্রাসবাদী ধারার কিনা।’

এ হামলার সঙ্গে কারা জড়িত থাকতে পারে, সে সম্পর্কে এখনও নিশ্চিত কোনও তথ্য প্রকাশিত হয়নি। কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়, আত্মঘাতী হামলাকারীর দেহাবশেষ শনাক্ত করা সম্ভব হয়েছে। একজন নারীও এ হামলায় জড়িত থাকতে পারে বলেও স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে।

এই ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।

/এসএ/বিএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দফতরে হামলার দাবি রাশিয়ার
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!