X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার সঙ্গে ওবামার শরণার্থী চুক্তি বহাল রাখবেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০১৭, ১৩:৩২আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১৩:৩৪
image

পেন্স-টার্নবুল অস্ট্রেলিয়ার সঙ্গে ওবামা প্রশাসনের করা এক হাজার ২৫০ জন শরণার্থীকে গ্রহণের চুক্তি বহাল রাখছে ট্রাম্প প্রশাসন। অস্টেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পেন্স এসব কথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তির তীব্র সমালোচনা করে একে ‘বধির চুক্তি’ বলে উল্লেখ করেছিলেন।

অস্ট্রেলিয়া সফররত পেন্স সিডনিতে ওই সংবাদ সম্মেলনে শরণার্থী চুক্তি সম্পর্কে বলেন, ‘আমরা আমাদের এক গুরুত্বপূর্ণ মিত্রের সম্মানে ওই চুক্তি বাস্তবায়ন করবো।’ তবে তিনি আরও বলেন, ‘এ চুক্তি বহাল রাখার মানে এ নয় যে, আমরা চুক্তিটির পক্ষে রয়েছি।’

উল্লেখ্য, গত বছরের শেষের দিকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পাপুয়া নিউ গিনি ও নাউরু দ্বীপের শরণার্থী শিবিরে আটক এক হাজার ২৫০ জন শরণার্থীকে যুক্তরাষ্ট্রে গ্রহণ করার বিষয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে একটি চুক্তি করেছিলেন। এর বিপরীতে অস্ট্রেলিয়া এল সালভাদর, গুয়েতেমালা এবং হন্ডুরাসের শরণার্থীদের গ্রহণ করবে।

তবে পেন্সের বক্তব্যের পরও ওই চুক্তি শঙ্কামুক্ত নয় বলেই মনে করছেন মানবাধিকারকর্মীরা। ব্রিটিশ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অস্ট্রেলিয়া শাখার রিফিউজি কোঅর্ডিনেটর গ্রাহাম থম বলেন, ‘এটা এখনও পরিষ্কার নয় যে, কতোজন মানুষ যুক্তরাষ্ট্রে অভিবাসন গ্রহণের সুযোগ পাবেন। এ বিষয়টিতে স্বচ্ছতা প্রয়োজন।’

অস্ট্রেলিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক প্রথম থেকেই খুব ভালো যাচ্ছে না। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন টার্নবুল। তখন ওই শরণার্থী চুক্তি নিয়ে দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে ধমক দিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ফোন কেটে দেন ট্রাম্প।

ট্রাম্প ওই শরণার্থী চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, ‘কীভাবে ওবামা প্রশাসন এ ধরনের চুক্তি করতে পারে তা বোধগম্য হয় না।’

পরে এক টুইট বার্তায় ট্রাম্প জানান, ‘আপনি কি বিশ্বাস করেন? ওবামা প্রশাসন অস্ট্রেলিয়া থেকে হাজার হাজার শরণার্থীকে যুক্তরাষ্ট্রে আনতে চুক্তি করেছে। আমি এই বধির চুক্তিটি খতিয়ে দেখবো।’

/এসএ/

সম্পর্কিত
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
সর্বশেষ খবর
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
ইমরান খান ও বুশরা বিবিরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী