X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

উ. কোরিয়ায় আবারও মার্কিন নাগরিক আটক!

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০১৭, ১৫:৫৫আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১৫:৫৬
image

উত্তর কোরিয়ার পতাকা উ. কোরিয়া নতুন করে আবারও একজন মার্কিন নাগরিককে আটক করেছে বলে খবর প্রকাশ করেছে দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়নহাপ। ওই বার্তা সংস্থার দাবি, উত্তর কোরিয়া ছাড়ার চেষ্টা করার সময় পিয়ং ইয়ং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ওই মার্কিনিকে গ্রেফতার করা হয়।

ইয়নহাপকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির ডাক নাম কিম। আটক হওয়া মার্কিন নাগরিকের বয়স ৫০-এর কৌটায়।  তিনি চীনের ইয়ানবিয়ান বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক। ত্রাণসংক্রান্ত কর্মসূচির অংশ হিসেবে এক মাস ধরে তিনি উত্তর কোরিয়ায় ছিলেন।

বিবিসি জানায়, কিমকে গ্রেফতারের খবর সত্যি হলে, উত্তর কোরিয়ায় আটক মার্কিনির সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে। আগে আটক হওয়া দুইজনের একজন গুপ্তচরবৃত্তির দায়ে সাজা ভোগ করছেন। অপরজন হোটেল থেকে একটি প্রপাগাণ্ডা প্রতীক চুরির চেষ্টার দায়ে কারাভোগ করছেন।

বিবিসি জানায়, উত্তর কোরিয়া সফরের সময় হোটেল থেকে প্রপাগাণ্ডা প্রতীক চুরির চেষ্টার দায়ে গত বছরের জানুয়ারিতে ২১ বছর বয়সী মার্কিন শিক্ষার্থী অটো ওয়ার্মবিয়েরকে গ্রেফতার করা হয়। গত বছরের মার্চে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের দায়ে তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আর গত বছরের এপ্রিলে দক্ষিণ কোরীয় বংশোদ্ভূত ৬২ বছর বয়সী কিম ডং চুলকে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয় উত্তর কোরিয়া। তাকে গ্রেফতার করা হয়েছিল আগের বছরের অক্টোবরে।

উত্তর কোরিয়ার সাম্প্রতিক ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে যখন যুক্তরাষ্ট্র ও দেশটির মধ্যে উত্তেজনা চলছে তখনই তৃতীয় মার্কিন নাগরিককে আটক করা হলো। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির ব্যাপারে নিজেদের ‘কৌশলগত সহ্যসীমা’ শেষ হয়ে গেছে বলে সম্প্রতি সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। কোরীয় উপদ্বীপের দিকে পাঠানো মার্কিন বিমানবাহী রণতরীটির এ সপ্তাহের শেষ দিকে গন্তব্যে পৌঁছানোর কথা।

এরমধ্যে উত্তর কোরিয়াও হুঁশিয়ার করেছে, কোরীয় উপদ্বীপ অভিমুখে থাকা মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজের উপর হামলা করতে প্রস্তুত আছে তারা। দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সংবাদমাধ্যম দ্য রোডং সিনমুনে বলা হয়, ‘আমাদের বিপ্লবী সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিধর রণতরী ডুবিয়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।’

/এফইউ/বিএ/

সম্পর্কিত
অর্থনীতি চাঙা করতে গাঁজা চাষে ঝুঁকছে পাকিস্তান
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
সর্বশেষ খবর
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
তার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
উপজেলা নির্বাচনতার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র