X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভারতে গরুর জন্য পরিচয়পত্র, অনলাইন ডাটাবেজ!

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০১৭, ১৩:৫০আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৩:৫০
image

ভারতে গরুর জন্য পরিচয়পত্র, অনলাইন ডাটাবেজ!

ভারতে গরুকে শনাক্ত করতে, তাদের শিং ও লেজের ধরণ সহজে বুঝতে পরিচয়পত্র বানানোর কথা ভাবছে দেশটির কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে থাকবে অনলাইন ডাটাবেজ। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সোমবার ভারতের সলিসিটর জেনারেল রঞ্জিত কুমার সুপ্রিম কোর্টকে বলেছেন, কেন্দ্রীয় সরকার খুব শিগগিরই এমন পরিচয়পত্রের অনুমোদন দিতে যাচ্ছে, যাতে করে ভারতের সব গরুর তথ্য জানা যাবে। এখানে একটি নির্দিষ্ট সংখ্যা থাকবে এবং তাদের শিং ও লেজের ধরণের বিবরণ থাকবে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে প্রধান করে সরকার নিযুক্ত একটি কমিটি বাংলাদেশে গরু পাচার হওয়া রুখতে কাজ করছে। সোমবার এই কমিটি সুপ্রিমকোর্টে তাদের প্রতিবেদন জমা দেয়।

রঞ্জিত কুমার জানান, খুব শিগগিরই সরকার এ বিষয়ে অবহিত করবে। পলিইউরেথিন ট্যাগে গরুর বয়স, লিঙ্গ, উচ্চতা, রং, শিং ও লেজের ধরণ – এসবের বিবরণ থাকবে।

তিন বছর আগে নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার পর গরুর প্রতি নিরাপত্তা জোরদারের চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে এই গরু নিয়ে সহিংসতার পরিমাণও বেড়েছে বিজেপি ক্ষমতাধীন রাজ্যগুলোতে। বিজেপিও কথিত ‘গোরক্ষকদের’ এসব সহিংসতা আটকাতে তৎপর নয়। কারণ অনেক হিন্দু ধর্মালবম্বী গরুকে পবিত্র বলে গণ্য করে।

বিশেষজ্ঞদের অভিযোগ, গরুকে ওই হিন্দুত্ববাদী ‘গোরক্ষকরা’ মুসলিম ও দলিতের মতো সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

ভারতের কেন্দ্র সরকারের নতুন প্রস্তাব অনুযায়ী, সব গরুর জন্যই পরিচয়পত্র থাকবে। সরকারি ওই কমিটির সুপারিশের মধ্যে গরু পাচার রোধ ও সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কার্যকর ভূমিকা রাখার কথা উল্লেখ ছিল।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ ও আসামে গরু পাচারের হার সবচেয়ে বেশি। গরুর নিরাপত্তার দায়িত্ব সরকারের উল্লেখ করে তারা এই পরিচয়পত্র তৈরির সুপারিশ করেন। এ সকল তথ্য একটি ডাটা ব্যাংকে জমা থাকবে এবং একটি অনলাইন ডাটাবেজ তৈরি করা হবে।

সরকারি হিসাব মতে, ভারতে এখন গরু রয়েছে ৮ কোটি ৮০ লাখ। কেন্দ্রীয় সরকার চাইছে, এ বছরের মধ্যেই সব গরুর কানে বিশেষ ট্যাগ বা বিশেষ শনাক্তকরণ নম্বর ঝুলিয়ে দিতে। এ নম্বরগুলো অনলাইন ডেটাবেজে তোলা থাকবে। প্রযুক্তিবিদরা অনলাইনে ডেটাবেজ আপডেট করবেন।

/এমএইচ/এসএ/ 

সম্পর্কিত
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি