X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে আমিরাতের দেড় হাজার কোটি টাকার বিনিয়োগ

বিদেশ ডেস্ক
০৭ মে ২০১৭, ১৫:০৩আপডেট : ০৭ মে ২০১৭, ১৫:০৪
image

আবু ধাবি ফান্ড ফর ডেভেলপমেন্ট বাংলাদেশে শিল্প, জ্বালানি ও অবকাঠামো উন্নয়ন খাতের নয় প্রকল্পে দেড় হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিষ্ঠান আবু ধাবি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এডিএফডি)। ইউএইভিত্তিক পত্রিকা গালফ নিউজ এ খবর জানিয়েছে।

এডিএফডির মহাপরিচালক মোহাম্মদ সাইফ আল-সুয়াইদি জানান, বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কের মধ্য দিয়ে তারা অবকাঠামো উন্নয়ন ও সামাজিক অগ্রগতির জন্য সহায়ক বিভিন্ন আর্থিক প্রকল্পে বিনিয়োগ করেছেন। তা উন্নয়নশীল দেশগুলোর আর্থিক ও সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। তিনি অন্যান্য দেশেও এমন বিনিয়োগ করার আশা প্রকাশ করেন।  

মোহাম্মদ সাইফ আল-সুয়াইদি আরও জানান, বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রতিষ্ঠিত ইউএই-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানির (ইউবিআইসিও) ৬০ শতাংশ শেয়ার রয়েছে এডিএফডির। বাংলাদেশে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিনিয়োগ করার জন্য কোম্পানিটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে সাউথ এশিয়া রোড কানেক্টিভিটি (এসএএসইসি) প্রকল্পে এডিএফডি প্রায় ২৪৪ কোটি টাকা বিনিয়োগ করে। ২০১৬ সালের মার্চে শুরু হওয়া সড়ক ও পরিবহন খাতের অবকাঠামো উন্নয়নের কাজ প্রায় ২২ শতাংশ সম্পন্ন হয়েছে। চলতি বছরেই পুরো প্রকল্পটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এ সড়ক উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্ত হবে। ফলে এসব দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা আরও বাড়বে।

এডিএফডির আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র। এটির পরিধি বিস্তৃত করা ও আধুনিকীকরণে বিনিয়োগ করেছে এডিএফডি। ইতোমধ্যে ২৫৫ কোটি টাকার এ প্রকল্পের কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে ওই প্রতিবেদনে জানা যায়।

/এসএ/

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত