X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঋণের জালে আটকে গ্রিসে আবারও ব্যয় সংকোচন

বিদেশ ডেস্ক
১৯ মে ২০১৭, ১৫:১৭আপডেট : ১৯ মে ২০১৭, ১৫:২৮
image

বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গ্রিসে ২০১৯-২০২০ সালের পেনসন ব্যবস্থায় কাটছাঁট করা হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে আয়কর বাড়ানো হয়েছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের পর কয়েক হাজার মানুষ পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেছেন। এথেন্সে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গ্রিস ঋণ পাওয়ার জন্য তাদের শর্তপূরণ করেছে কিনা, সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে সোমবার আলোচনায় বসেন ইউরোজোনের অর্থমন্ত্রীরা। এবার গ্রিসকে ৭.৫ বিলিয়ন ইউরো ঋণ দেওয়ার কথা রয়েছে।

শর্তপূরণের জন্য ব্যয় সংকোচন এবং আয়কর ও অন্যান্য করের পরিমাণ বাড়িয়ে মোট ৫.৪ বিলিয়ন ইউরো পাওয়া যাবে।

ব্যয় সংকোচনের প্রস্তাবটির বিরুদ্ধে ভোট দিয়েছে পার্লামেন্টের সব বিরোধী দলীয় সদস্যরা। ৩০০ সদস্যের পার্লামেন্টে প্রস্তাবটি ১৫৩ ভোটে পাস হয়।

পার্লামেন্টে ভোটাভুটির পর প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস বলেন, গ্রিস তার কথা রেখে সংস্কার করেছে। এখন ঋণদাতাদের তাদের কথা রাখতে হবে।

আলেক্সিস সিপ্রাস

ওই প্রস্তাব পাসের পর প্রায় ১০ হাজার মানুষ পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেন। মধ্য এথেন্সে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়েছে।

বিভিন্ন স্থানে তরুণ বিক্ষোভকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

২০১১-১২ সালে তীব্র আর্থিক মন্দায় কার্যত দেউলিয়া ও অস্থিতিশীল হয়ে পড়ে গ্রিস। তখনই সিপ্রাসের বামপন্থী সরকার ক্ষমতায় আসে। তবে তারা ক্ষমতায় আসার আগে ব্যয় সংকোচনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিলেও, ক্ষমতায় আসার পর ব্যয় সংকোচনের পথেই হাঁটতে হয়েছে তাদের।  

/এসএ/

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ