X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সন্দেহভাজন হামলাকারী লিবীয় শরণার্থীর সন্তান, কৈশোরে ছিলেন ফুটবল উন্মাদ!

বিদেশ ডেস্ক
২৪ মে ২০১৭, ১০:১০আপডেট : ২৪ মে ২০১৭, ১১:৪৫
image

সন্দেহভাজন হামলাকারী লিবীয় শরণার্থীর সন্তান, কৈশোরে ছিলেন ফুটবল উন্মাদ!

ম্যানচেস্টারের সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী সালমান আবেদির বাবা-মা ছিলেন  লিবীয় শরণার্থী। সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির রোষানল থেকে বাঁচতে লিবিয়া ছেড়ে পরিবারকে নিয়ে যুক্তরাজ্যে আসেন সালমানের বাবা রামাদান আবেদি।  ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব দাবি করেছে। সংবাদমাধ্যম মিরর সালমানের বন্ধু-প্রতিবেশিদের সূত্রে জানাচ্ছে, ব্রিটেনে জন্ম নেওয়া সালমান কৈশোরে ছিলেন এক ফুটবল উন্মাদ তরুণ। ভিডিও গেমেও আসক্তি ছিল তার।

২১ মে সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টে চালানো ওই হামলায় নিহত হয়েছেন ২২ জন। ওই ঘটনায় আহত মানুষের সংখ্যা ৫৯ হামলার প্রতিক্রিয়ায় ব্রিটেনে আসন্ন সাধারণ নির্বাচনের প্রচারণা স্থগিত ঘোষণা করেছে নির্বাচনে অংশ নিতে যাওয়াসব রাজনৈতিক দল। তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে সারাবিশ্বে।

ঘটনার বিপরীতে মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রথমে সন্দেহভাজন হামলাকারীর নাম-পরিচয় প্রকাশ করে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তার বরাত দিয়ে তারা জানায় হামলাকারীর নাম সালমান আবেদি কিংবা সালমান রামাদান আবেদি। পরে ডেইলি মেইলের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, লিবীয় একনায়ক মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে সালমানের বাবা রামাদান আবেদি ছিলেন একজন বিদ্রোহী। গাদ্দাফির রোষানল এড়াতেই পরিবারসমেত দেশ ছেড়েছিলেন রামাদান। আশ্রয়প্রার্থী হয়েছিলেন যুক্তরাজ্যে। গাদ্দাফিকে ক্ষমতাচ্যূত করার বাসনায় ২০১১ সালে তিনি আবারও লিবিয়া ফিরে গিয়েছিলেন।

যুক্তরাজ্যে এসে লন্ডনে আশ্রয় মিলেছিল রামাদানের। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তার পেশা বেছে নিয়েছিলেন তিনিদান। ম্যানচেস্টার বিমানবন্দর ছিল তার কর্মক্ষেত্র। লন্ডন থেকে দুইশ কিলোমিটারেরও বেশি দূরের পথ পাড়ি দিয়ে তাকে ম্যানচেস্টারের কর্মক্ষেত্রে যেতে হতো। এক পর্যায়ে ম্যানচেস্টারের ফ্যালোফিল্ড এলাকায় স্থায়ী আবাস গড়ে রামাদান-পরিবার। অপেক্ষাকৃত গরীব মানুষদের জন্য বাড়ি নির্মাণে নিয়োজিত ‘আবাসন সংঘ’র এক বাড়ি পেয়ে যান তারা।

এই ম্যানচেস্টারেই রামাদান আর তার স্ত্রী সামিয়া তাব্বাল-এর তৃতীয় সন্তান হিসেবে সালমানের জন্ম। আর যেখানে হামলাটি সংঘটিত হয়েছে, সেটা আবাসন সংঘের বদান্যতায় পাওয়া সালমানদের বাড়ি থেকে মাত্র ২ মাইল দূরত্বের পথ।

সালমান ম্যানচেস্টারের ফ্যালোফিল্ড এলাকার ওই বাড়িতে থাকতেন কিনা, তা নিশ্চিত নয়। দুই মার্কিন কর্মকর্তার সূত্রে রয়টার্স জানিয়েছে, ট্রেনে করে লন্ডন থেকে ম্যানচেস্টারে এসে এই হামলা চালিয়েছে সালমান। তবে রয়টার্স আর ডেইলি মেইল জানিয়েছে, ফ্যালোফিল্ডএলাকায় বিস্তৃত আকারের অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এক বিবৃতিতে বলেছেন, হামলাকারীর পরিচয় শনাক্তের ব্যাপারে যুক্তরাজ্যের পুলিশ এখনও আশাবাদী। পুলিশের পক্ষ থেকে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে, কারও কাছে ওই হামলার ফুটেজ থাকলে তারা যেন তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেসরবরাহ করেন।

ম্যানচেস্টারে জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএস। জিহাদি কার্যক্রম পর্যবেক্ষণকারী মুনাফাভিত্তিক ওয়েবসাইট সাইট ইন্টিলিজেন্স জঙ্গিদের দায় স্বীকারের খবর জানিয়েছে। তবে আইএসের পক্ষ থেকে দায় স্বীকার করা হলেও হামলায় জঙ্গিদের সংশ্লিষ্টতার ব্যাপারে এখনও নিশ্চিত নয়ব্রিটিশ পুলিশ।

এদিকে সংবাদমাধ্যম মিরর সন্দেহভাজন হামলাকারী সালমানের বন্ধু-প্রতিবেশিদের সূত্রে জানাচ্ছে, কৌশরে ব্রিটিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের অন্ধভক্ত ছিল সামলান। তারমধ্যে ভিডিও গেম খেলার নেশাও ছিল প্রবল।

/বিএ/

সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে দুষছেন বিক্রেতারা
সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে দুষছেন বিক্রেতারা
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
ইমরান খান ও বুশরা বিবিরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী