X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ট্রাম্প জামাতার রুশ সংযোগ তদন্ত করছে এফবিআই: মার্কিন সংবাদমাধ্যমের দাবি

বিদেশ ডেস্ক
২৬ মে ২০১৭, ১২:৫২আপডেট : ২৬ মে ২০১৭, ১২:৫৪
image

ট্রাম্পের সঙ্গে জামাতা কুশনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের রুশ সংযোগ তদন্ত করছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এবং এনবিসি এ দাবি করে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

গত ডিসেম্বরে রুশ রাষ্ট্রদূত এবং মস্কোর এক ব্যাংকারের সঙ্গে বৈঠককে কেন্দ্র করে কুশনারের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের বর্তমান পদস্থ কর্মকর্তাদের মধ্যে শুধু কুশনারের বিরুদ্ধেই তদন্ত চালাচ্ছে এফবিআই।

উল্লেখ্য, গত ১০ মে সাবেক এফবিআই পরিচালক জেমস কোমিকে অপসারণের পর ট্রাম্প প্রশাসনের রুশ সংযোগ নিয়ে বিতর্ক নতুন করে জেগে উঠে। রাশিয়া প্রথম থেকেই ট্রাম্প প্রশাসনের রুশ সংযোগের অভিযোগ অস্বীকার করে আসছে।

এনবিসির প্রতিবেদনে দাবি করা হয়, কুশনারের বিষয়ে তদন্ত করা হলেও তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হবে না বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে কুশনারের কাছে এফবিআই কোনও তথ্য চেয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

কুশনারের আইনজীবী জেমি গোরেলিক এক বিবৃতিতে জানিয়েছেন, এমন তদন্তে তার মক্কেল সমযোগিতা করবেন। তিনি বলেন, ‘এর আগেও কুশনার স্বেচ্ছায় এ বিষয়ক কংগ্রেস বৈঠকে অংশ নিয়েছেন। এবারও তিনি একইভাবে তদন্তে সহযোগিতা করবেন।’

তবে এফবিআই এবং হোয়াইট হাউস এ সম্পর্কে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

/এসএ/

সম্পর্কিত
রাফাহতে হামলা ভুল হবে, নেতানিয়াহুকে বাইডেনের সতর্কবার্তা
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রধান ম্যাককিনি‘বাংলাদেশের মতো রাশিয়ার নির্বাচনেও হস্তক্ষেপের চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র’
নেতানিয়াহুর সঙ্গে সোমবার ফোনালাপ করবেন বাইডেন
সর্বশেষ খবর
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
যারা দেশের অর্থনীতিকে খেলো মনে করে, তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত: আদালত
যারা দেশের অর্থনীতিকে খেলো মনে করে, তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত: আদালত
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই