X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ট্রাম্প জামাতার রুশ সংযোগ তদন্ত করছে এফবিআই: মার্কিন সংবাদমাধ্যমের দাবি

বিদেশ ডেস্ক
২৬ মে ২০১৭, ১২:৫২আপডেট : ২৬ মে ২০১৭, ১২:৫৪
image

ট্রাম্পের সঙ্গে জামাতা কুশনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের রুশ সংযোগ তদন্ত করছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এবং এনবিসি এ দাবি করে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

গত ডিসেম্বরে রুশ রাষ্ট্রদূত এবং মস্কোর এক ব্যাংকারের সঙ্গে বৈঠককে কেন্দ্র করে কুশনারের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের বর্তমান পদস্থ কর্মকর্তাদের মধ্যে শুধু কুশনারের বিরুদ্ধেই তদন্ত চালাচ্ছে এফবিআই।

উল্লেখ্য, গত ১০ মে সাবেক এফবিআই পরিচালক জেমস কোমিকে অপসারণের পর ট্রাম্প প্রশাসনের রুশ সংযোগ নিয়ে বিতর্ক নতুন করে জেগে উঠে। রাশিয়া প্রথম থেকেই ট্রাম্প প্রশাসনের রুশ সংযোগের অভিযোগ অস্বীকার করে আসছে।

এনবিসির প্রতিবেদনে দাবি করা হয়, কুশনারের বিষয়ে তদন্ত করা হলেও তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হবে না বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে কুশনারের কাছে এফবিআই কোনও তথ্য চেয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

কুশনারের আইনজীবী জেমি গোরেলিক এক বিবৃতিতে জানিয়েছেন, এমন তদন্তে তার মক্কেল সমযোগিতা করবেন। তিনি বলেন, ‘এর আগেও কুশনার স্বেচ্ছায় এ বিষয়ক কংগ্রেস বৈঠকে অংশ নিয়েছেন। এবারও তিনি একইভাবে তদন্তে সহযোগিতা করবেন।’

তবে এফবিআই এবং হোয়াইট হাউস এ সম্পর্কে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

/এসএ/

সম্পর্কিত
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট