X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

উ. কোরিয়ার নতুন বিমান বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা

বিদেশ ডেস্ক
২৮ মে ২০১৭, ১২:০৯আপডেট : ২৮ মে ২০১৭, ১২:২৩
image

কিম জং-উন নতুন বিমান বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট কিম জং-উন ওই পরীক্ষাটি পর্যবেক্ষণ করেছেন। তিনি দেশব্যাপী ওই অস্ত্র মোতায়েন ও বড় পরিসরে উৎপাদনের নির্দেশ দিয়েছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-র বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

কেসিএনএ-র প্রতিবেদনে ওই বিমান বিধ্বংসী অস্ত্রের ধরণ, বা তা কিভাবে কাজ করে, আর কখনই বা ওই পরীক্ষা চালানো হয়, সে সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দেশটির অ্যাকাডেমি অব ন্যাশনাল ডিফেন্স সায়েন্স এ অস্ত্র পরীক্ষার আয়োজন করেছিল। মার্কিন কালোতালিকাভুক্ত ওই প্রতিষ্ঠানটি ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র উন্নয়নের সঙ্গে জড়িত রয়েছে বলে ধারণা করা হয়।

রবিবার প্রকাশিত প্রতিবেদনে কেসিএনএ জানিয়েছে, ‘অ্যাকাডেমি অব ন্যাশনাল ডিফেন্স সায়েন্স আয়োজিত নতুন ধরণের বিমান বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন কিম জং উন। এই অস্ত্রের সামর্থ্যের পরীক্ষা নিশ্চিত করা হয়েছে। এটি সারাদেশে মোতায়েনের জন্য ব্যাপকভাবে উৎপাদন প্রয়োজন, যাতে এটি আকাশপথে শত্রুর আধিপত্যের স্বপ্ন ধ্বংস করতে পারে।’

উত্তর কোরিয়া বিভিন্ন ধরণের সমরাস্ত্রের পরীক্ষগা চালিয়ে যাচ্ছে গত কয়েক বছর ধরে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও গত সপ্তাহে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

গত বছর উত্তর কোরিয়া বড় পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল। যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।  

উল্লেখ্য, মার্কিন বিমানবাহী রণতরী ভিনসন স্ট্রাইক গ্রুপকে কোরিয়া উপদ্বীপে পাঠানোর ঘোষণার পর শুরু হওয়া যুদ্ধাবস্থার মধ্যেই নতুন করে উত্তেজনা তৈরি করেছে দক্ষিণ কোরিয়ায় মার্কিন সাবমেরিনের উপস্থিতি।

কয়েক সপ্তাহ আগে দক্ষিণ কোরিয়ার সঙ্গে এক যৌথ সামরিক মহড়া চালায় যুক্তরাষ্ট্র। এতে মার্কিন যুদ্ধবিমান উত্তর কোরিয়ার আকাশসীমার খুব কাছ দিয়ে উড়ে গেছে বলে জানা গেছে।

পিয়ংইয়ং কোরিয়া উপদ্বীপে যে কোনও সামরিক মহড়াকে আগ্রাসন বলে মনে করে। তারা এর প্রতিক্রিয়ায় হুমকি দিয়ে বলেছিল, ‘মার্কিন আগ্রাসন রুখতে প্রয়োজনে পারমাণবিক হামলা চালানো হবে। মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়া হবে।’

তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, উত্তর কোরিয়ায় তাদের এখন হামলা চালানোর কোনও পরিকল্পনা নেই।   

/এসএ/

সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন