X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গরু বিক্রিতে মোদির নিষেধাজ্ঞা মানতে নারাজ পশ্চিমবঙ্গ-কেরালা-কর্ণাটক-তামিলনাড়ু

বিদেশ ডেস্ক
৩০ মে ২০১৭, ১৭:৩৮আপডেট : ৩০ মে ২০১৭, ১৭:৩৮
image

গরু বিক্রিতে মোদির নিষেধাজ্ঞা মানতে নারাজ পশ্চিমবঙ্গ-কেরালা-কর্ণাটক-তামিলনাড়ু

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জবাইয়ের জন্য গবাদি পশু কেনা-বেচার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর এ নিয়ে উত্তপ্ত হতে থাকে রাজনীতির মাঠ। মোদির এ নিষেধাজ্ঞা মানতে আগেই অস্বীকৃতি জানিয়েছেন পশ্চিমবঙ্গ ও কেরালা। এবার এ প্রতিবাদে যোগ দিয়েছে তামিলনাড়ু ও কর্ণাটক। প্রতিবাদ তীব্র হতে থাকায় কেন্দ্র সরকারও কিছুটা নমনীয় হয়েছে বলে জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

গত ২৬ মে ভারতের কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয় এক আদেশ জারি করে। এতে বলা হয়, গবাদি পশু কেবল তাদের কাছেই বিক্রি করা যাবে, যারা কৃষিজমির মালিক বা কৃষিকাজের সঙ্গে জড়িত। এজন্য প্রয়োজনীয় নথি না দেখাতে পারলে গবাদি পশু বিক্রি আইনত অপরাধ বলে মনে করা হবে। ক্রয়কারী ব্যক্তিকেও নিশ্চিত করতে হবে, ওই পশু তিনি হত্যার জন্য কিংবা বলিদানের জন্য কিনছেন না কিংবা সে উদ্দেশ্যে অন্য কারও কাছে বিক্রি করবেন না।

এছাড়াও ভারতের কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয়ের নতুন নিয়ম অনুযায়ী, দেশের মধ্যে আন্তর্জতিক সীমান্তের কাছাকাছি (২৫ কিলোমিটারের মধ্যে) কোথাও পশুর হাট থাকলে সেখানেও গবাদি পশু বিক্রি করা যাবে না। পাশাপশি, রাজ্যের বাইরে কোনও পশুকে নিয়ে যেতে হলেও প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অনুমতি লাগবে। পরিবেশ মন্ত্রণালয় ঘোষিত গবাদি পশু সংক্রান্ত বিধির আওতায় পড়বে – গরু, মহিষ, ভেড়া, বাছুর, উট ও এ জাতীয় পশু।

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেতা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি কেন্দ্র সরকারের করা এ আইন মানবেন না। এটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলেও তিনি সোমবার সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান অন্যান্য মুখ্যমন্ত্রীদেরও এই বিষয়ে আওয়াজ তোলার আহ্বান জানান। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের এই নিষেধাজ্ঞা অগণতান্ত্রিক ও এন্টি-সেক্যুলার।  এটা রাজ্য সরকারের ক্ষমতার হরণ বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, কেরালা হাইকোর্ট সরকারকে এই নিষেধাজ্ঞার ব্যাপারে পিটিশন দাখিল করতে বলেছেন।

২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে হিন্দুদের পবিত্র বিবেচনা করা গরু নিয়ে অনেক আলোচনা হয়েছে। রাষ্ট্রীয় শ্যামসেবক সংঘ সারাদেশে গরু ব্যবসা ও জবাই নিষিদ্ধ ঘোষণা করেছে। এতে করে মাংস রফতানিকারীরা বিপদে পড়ে যায়। কারণ বছরে প্রায় এক লাখ কোটি রুপির ব্যবসা হতো এই খাতে।

গরুর মাংস নিষিদ্ধ করায় স্বাভাবিকভাবে মুসলিমরা বিপাকে পড়ে গেছেন। কারণ তারাই এর প্রধান গ্রাহক। তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির সমর্থকদের বড় অংশই মুসলিমরা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, তামিলনাড়ু ও কর্ণাটকের মতো অন্যান্য রাজ্যেও এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্দোলন হতে দেখা গেছে। তামিলনাড়ুতে ডিএমকে নেতা এমকে স্টালিন বুধবার চেন্নাইয়ে একটি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন,কেন্দ্রীয় সরকার মানুষের খাবারের মৌলিক অধিকার ছিনিয়ে নিচ্ছে।

পুডুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী বলেছেন তার সরকার কেন্দ্রীয় এই নিষেধাজ্ঞা প্রয়োগ করবে না। কংগ্রেস শাসিত কর্ণটকে শিক্ষার্থীদের গরু নিয়ে একটি উৎসবের অনুমতি দেয়নি পুলিশ।

বামপন্থী ছাত্র সংগঠন স্টুডেন্টস ফেডারেশনস অফ ইন্ডিয়া বিক্ষোভের জন্য পুলিশের অনুমতি চেয়েছে। এই বিষয়ে সরকার কি পদক্ষেপ নেবে তা এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে মহিষের মাংসকে নিষেধাজ্ঞা থেকে তুলে নেওয়া হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে পরিবেশ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ‘আমরা সবকিছুই দেখছি। সবগুলো প্রস্তাব ও অনুরোধ পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নেব।’

/এসএ/

সম্পর্কিত
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!