X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পাল্টা গুলিতে এমপিদের হামলাকারী নিহত

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০১৭, ২৩:২০আপডেট : ১৪ জুন ২০১৭, ২৩:৫২
image

যুক্তরাষ্ট্রে মার্কিন কংগ্রেসম্যান গুলিবিদ্ধ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এমপিদের ওপর গুলি চালানো সেই হামলাকারী নিরাপত্তাকর্মীদের গুলিতে নিহত হয়েছেন ওই হামলাকারী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমও এই খবর জানিয়েছে।

এমপিরা ( কংগ্রেস সদস্য) যখন বেসবল খেলছিলেন, সেই সময় ওই বন্দুকধারীর গুলিতে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকান পার্টির হুইপ স্টিভ স্কেলিসসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।  শহরের পুলিশ প্রধান মাইকেল ব্রাউন সাংবাদিকদের জানিয়েছেন, ওয়াশিংটন ডিসির কাছে অ্যালেক্সান্ড্রিয়ায় বুধবার সকালে ওই হামলার পর ঘটনাস্থল থেকে আহত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে ।

আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্য বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে হামলাকারী ইলিনয়ের বাসিন্দা জেমস টি হজকিনসনকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

আলাবামা থেকে নির্বাচিত হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য মো ব্রুকস ঘটনার বিবরণ দিতে গিয়ে সিএনএনকে বলেন, ডেমোক্রেটদের বিপক্ষে চলতি সপ্তাহে অনুষ্ঠেয় খেলা উপলক্ষে সকালে তারা অনুশীলন করছিলেন। হঠাৎ একজন ব্যক্তি রাইফেল দিয়ে গুলিবর্ষণ শুরু করে। তিনি তাকে একনজর দেখেছেন। তাকে শ্বেতাঙ্গ মনে হয়েছে। ব্রুকস বলেন, 'সেখানে ৫০ থেকে ১০০টি গুলিবর্ষণ হয়েছে। আমি দ্বিতীয় বেসের কাছ থেকে স্টিভ স্কেলিসের আর্তনাদ শুনেছি। তার গুলি লেগেছে।'

হামলাকারীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় জানিয়ে তিনি বলেন, 'আমাদের নিরাপত্তায় নিয়োজিতদের একজন পাল্টা গুলি ছোড়ে। কিন্তু গুলিবর্ষণকারীর রাইফেলের বিপরীতে আমাদেরটা ছিল পিস্তল। “আমার কাছে একমাত্র অস্ত্র ছিল একটি বেসবল ব্যাট।' ঘটনার সময় ওই বেসবল ফিল্ডে টিমের ২০ থেকে ২৫ জন সদস্য প্র্যাকটিস করছিলেন। স্কেলিসের বাঁ নিতম্বে গুলি লেগেছে বলে রিপাবলিকান সিনেটর জেফ ফ্লেক জানিয়েছেন।

/বিএ/

সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ