X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লন্ডনে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ১২, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা

বিদেশ ডেস্ক
১৫ জুন ২০১৭, ০৪:৩৬আপডেট : ১৫ জুন ২০১৭, ০৯:৪৭

অগ্নিকাণ্ডের ধ্বংস্তূপে পরিণত হয়েছে ভবনটি। ছবি- রয়টার্স লন্ডনের গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ আগুনে অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অনেকেই আহত ও নিখোঁজ রয়েছেন। ফলে আশঙ্কা করা হচ্ছে নিহতদের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। লন্ডনের স্থানীয় সময় রাত ১টার দিকে দেশটির ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে। এ সময় পর্যন্ত ভবনটি থেকে ৬৫জন মানুষকে উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বিষয়টি জানা গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাত সোয়া একটার দিকে ল্যানচেস্টারে লাটিমার রোডের 'গ্রেনফেল টাওয়ার' নামের ওই আবাসিক ভবনটিতে আগুন লাগে। ভবনটি ২৪ তলা। ভবনটির ১২০টি ফ্ল্যাটে প্রায় ৬০০ মানুষ বাস করতেন। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আগুন লাগার সময় ভবনটি অনেক মানুষ ঘুমন্ত অবস্থায় ছিলেন।

অ্যাম্বুলেন্স সেবার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, লন্ডনের ছয়টি হাসপাতালে আহত ৬৮জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। আরও আহত ১০ জন নিজে নিজেই হাসপাতালে পৌঁছেছেন। তবে এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন।

মেট্রোপলিটন পুলিশের কমান্ডার স্টুয়ার্ট কান্ডি বলেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি এ পর্যন্ত আমাদের তথ্য অনুসারে ১২জন নিহত হয়েছেন। আমি আশঙ্কা করছি নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

লন্ডন ফায়ার ব্রিগেডের সহকারী কমিশনার স্টিভ অ্যাপ্টার জানান, ভবনটির কিছু অংশে পৌঁছানো কঠিন হওয়ায় এখনও আগুন জ্বলছে। তবে প্রায় পুরো ভবনটিতে তল্লাশি চালানো হয়েছে।

ভবনটির পরিদর্শন শেষ হয়েছে এবং ধসে পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে ফায়ার ব্রিগেড।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে অগ্নিকাণ্ডের যথাযথ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। ভবনের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন লন্ডনের মেয়র সাদিক খান। সূত্র: বিবিসি, রয়টার্স।

/এএ/

 

সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ