X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

থেরেসার নতুন সরকারের যাত্রা শুরু

বিদেশ ডেস্ক
২১ জুন ২০১৭, ১৭:৩৬আপডেট : ২২ জুন ২০১৭, ০৮:৩৯
image

ব্রিটিশ পার্লামেন্ট ব্রিটিশ পার্লামেন্টে ‘কুইন স্পিচ’-এর মধ্য দিয়ে যাত্রা শুরু হলো থেরেসা মে’র নতুন সরকারের। ওই সংখ্যালঘু সরকারের পক্ষে রানির ভাষণে  ২৭টি আইনের খসড়া প্রস্তাব করা হয়। এরমধ্যে আটটি প্রস্তাব ছিল ব্রেক্সিট সংক্রান্ত। ডিইউপিকে সঙ্গে নিয়ে ঝুলন্ত পার্লামেন্ট গড়ার চেষ্টায় ছিলেন থেরেসা। তবে এখনও পর্যন্ত তাদের সমঝোতা হয়নি।  আর তাই সংখ্যালঘু সরকার গঠনেই বাধ্য হলেন শীর্ষ কনজারভেটিভ নেতা।  
পার্লামেন্টের বাৎসরিক অধিবেশনের শুরুতে সরকারের পক্ষে রানি যে বিল ও নীতি উপস্থাপন করেন তাকে কুইন্স স্পিচ বলা হয়। রানির ভাষণের আগে নতুন সরকারকে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতেই হবে এমন বিধি ব্রিটেনের অলিখিত সংবিধানে নেই।  তবে সংখ্যালঘু সরকারের পক্ষে দেওয়া ভাষণ হওয়ার কারণেই এতে বিস্তারিত তেমন কিছু ছিল না।  ভাষণটি হয় সংক্ষিপ্ত। 


‘কনফিডেন্স অ্যান্ড সাপ্লাই’ ভিত্তিতে ডিইউপিকে নিয়ে ঝুলন্ত পার্লামেন্ট গড়ে তোলার চেষ্টায় রয়েছেন থেরেসা মে। এর অর্থ হলো, হাউস অব কমন্সে যদি মে’র প্রতি অনাস্থা প্রস্তাব আনা হয় তাহলে ডিইউপি তাকে সমর্থন করবে এবং বাজেটে সরকারের পক্ষে ভোট দেবে। এ নিয়ে দুই দলের মধ্যে আলোচনাও শুরু হয়েছিল। তবে রানির পিছিয়ে যাওয়া ভাষণের একদিন আগে পারস্পরিক আলোচনায় সমস্যা সৃষ্টির কথা জানায় ডিইউপি। দলের জ্যেষ্ঠ্য নেতারা বলছেন, জোট গঠন নিয়ে আলোচনা ‘প্রত্যাশা অনুযায়ী এগোয়নি’। সরকারে তাদের উপস্থিতিকেও ‘নিশ্চিত মনে করার কারণ নেই’ বলে জানিয়েছেন তারা। তাই কনজারভেটিভদের সংখ্যালঘু সরকারের পক্ষেই নতুন আইনের খসড়া প্রস্তাব উপস্থাপন করেন রানি। 

হাউস অব লর্ডস-এ ব্রিটেনের স্থানীয় সময়  ১১টা ৩০ মিনিটে ভাষণ শুরু করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। পার্লামেন্টে নতুন বছরের অধিবেশন শুরুর দিনে তিনি থেরেসা মে'র নেতৃত্বাধীন সংখ্যালঘু সরকারের পক্ষে খসড়া আইন প্রস্তাব করেন। রানির ভাষণে উপস্থাপিত  খসড়া আইনের ওপর আগামি সপ্তাহে ভোটাভুটি হবে।  ডিইউপি সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে,  সেইদিন তাদের সমর্থন মিললেও মিলতে পারে।
/এফইউ/বিএ/

সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা