X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সর্বশক্তি দিয়ে কাতারের পাশে থাকবে তেহরান: রুহানি

বিদেশ ডেস্ক
২৬ জুন ২০১৭, ০৯:২৯আপডেট : ২৬ জুন ২০১৭, ০৯:৩১
image

 

কাতারের ওপর সৌদি জোট আরোপিত অবরোধকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে সর্বশক্তি দিয়ে দোহার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। প্রেসিডেন্টের দফতরের রাজনৈতিক শাখার পরিচালক হামিদ আবু তালিব তার টুইটার বার্তায় এ কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, কাতারের আমির শেখ মোহাম্মাদ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে টেলিফোন আলাপে এই অঙ্গীকার করেন রুহানি। প্রেসিডেন্টের দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতেও কাতারের পাশে থাকার অঙ্গীকার করা হয়।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

৫ জুন জঙ্গিবাদে সমর্থন দেওয়ার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। প্রথমে সৌদি আরব ও বাহরাইন সম্পর্ক ছিন্ন করে এবং পরে তাদের ধারাবাহিকতায় মিসর,সংযুক্ত আরব আমিরাত,লিবিয়া এবং ইয়েমেনসহ আরও কয়েকটি দেশ কাতারের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয়। ইয়েমেনে কথিত সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের আরব জোট থেকেও বাদ দেওয়া হয় কাতারকে। এই প্রেক্ষাপটে দেওয়া বিবৃতিতে রুহানি বলেন, ‘টেলিফোন আলাপে কাতারের জন্য ইরানের জল-স্থল এবং আকাশপথ সবসময় খোলা রাখার প্রতিশ্রুতি দিয়েছেনর প্রেসিডেন্ট রুহানি।
টেলিফোন আলাপে কাতারকে বিশ্বস্ত বন্ধু বলে উল্লেখ করেন রুহানি। সে দেশের আমীর শেখ মোহাম্মাদ তামিম-এর সঙ্গে ফোনালাপে পারস্পরিক সম্পর্ক অটুট রাখার প্রতিশ্রুতি দিয়ে সৌদি জোটের অবরোধ প্রত্যাখ্যান করেন রুহানি। রুহানি বলেন, ‘আমরা মনে করি, যদি সত্যিই এই অঞ্চলের দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব থাকে, তা নিরসনের পথ চাপ প্রয়োগ কিংবা অবরোধ আরোপ নয়।’

অবরোধ প্রত্যাহারে শুক্রবার কাতারের কাছে ১৩ দফা শর্তবিশিষ্ট একটি তালিকা পাঠায় সৌদি আরব,মিসর,সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। শর্তগুলোতে আল জাজিরা বন্ধ, মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক ছিন্ন, কথিত সন্ত্রাসী হসন্তান্তর, সৌদি জোটের প্রতি আনুগত্য এবং আইএস-আলকায়েদা আর হিজবুল্লাহর মতো সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলা হয়েছে কাতারকে। পাশাপাশি তুরস্কের একটি সামরিক ঘাঁটি বন্ধ এবং ১০ দিনের মধ্যে ইরানের সঙ্গে সম্পর্ক হ্রাসও করতে বলা হয়।

ইরানি প্রেসিডেন্ট রুহানি এই প্রেক্ষাপটে আলোচনার মধ্য দিয়ে সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন।র ফোনালাপে দু নেতা একে অপরকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।  মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য ধরে রাখার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

/বিএ/

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!