X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গ্রেনফেল টাওয়ারে নিহতের প্রকৃত সংখ্যা এ বছর জানা যাবে না

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০১৭, ০৭:২৩আপডেট : ২৯ জুন ২০১৭, ০৭:২৯

গ্রেনফেল টাওয়ারে নিহতের প্রকৃত সংখ্যা এ বছর জানা যাবে না লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহতদের চূড়ান্ত সংখ্যা এ বছর জানা যাবে না বলে জানিয়েছে পুলিশ। অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে ঠিক কতজন ছিলেন, সে সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য পুলিশ নিহতদের সঙ্গে সম্পৃক্ত সব সূত্র থেকে তথ্য উদ্ধারের চেষ্টা করছে। এর মধ্যে রয়েছে সরকারি সংস্থা থেকে শুরু করে ফাস্টফুডের দোকানও। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এ খবর জানিয়েছে।

১৪ জুন লন্ডনের নর্থ কেনসিংটনের একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগে। ভবনটিতে ১২৯টি ফ্ল্যাট ছিল। সর্বশেষ পুলিশ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৭৯ বলে জানিয়েছিল। অগ্নিকাণ্ডের পরপরই নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ করার দাবি জানিয়ে আসছেন নিহতদের স্বজন ও ক্ষুব্ধ লন্ডনবাসী। তদন্তের অগ্রগতি নিয়েও আগুনে বেঁচে যাওয়া ও নিহতদের স্বজনরা অসন্তোষ প্রকাশ করেছেন।

মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সুপার ফিওনা ম্যাককোর্মাক জানান, নিহতদের পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যাবে অনুসন্ধান, উদ্ধার অভিযান ও শনাক্ত-প্রক্রিয়া শেষ হওয়ার পর। তিনি বলেন, আমরা মনে করছি অন্তত ৮০ জন নিহত বা নিখোঁজ রয়েছেন। ধারণা করছি, নিশ্চিতভাবেই তাদের মৃত্যু হয়েছে।

গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, কোনও ভুক্তভোগী বাদ পড়ুক আমরা তা চাই না। দুঃখজনক এই ঘটনায় মানুষের প্রাণহানির তথ্য আমরা জানতে চাই।

পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের দিন রাতে গ্রেনফেল টাওয়ারে ঠিক কতজন অবস্থান করছিলেন, তা নিশ্চিত করে যে কারও পক্ষে কঠিন। কারণ শুধু ভবনটির বাসিন্দারা নয়, বেড়াতে আসা মানুষও ছিলেন তখন।

ম্যাককোর্মাক বলেন, আমি শুধু এটুকু বলতে পারি গ্রেনফেল টাওয়ারে ১২৯টি ফ্ল্যাট ছিল। আমরা ফ্ল্যাটগুলোর মধ্যে ১০৬টির বাসিন্দার সঙ্গে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন বসবাসকারী মানুষের সংখ্যা ও অতিথিদের সংখ্যা।

পুলিশ কর্মকর্তা জানান, ১০৬টি ফ্ল্যাটের অন্তত ১৮ জন নিখোঁজ বা মৃত বলে ধারণা করা হচ্ছে। কিন্তু বাকি ২৩টি ফ্ল্যাটের মানুষের সংখ্যা জানতে আমাদের আরও গভীর ও ব্যাপক তদন্ত চালাতে হবে। আমরা এখনও এই ২৩টি ফ্ল্যাটের কোনও মানুষকে চিহ্নিত করতে পারিনি।

ম্যাককোর্মাক বলেন, এই অবস্থা আমরা ধারণা করতে পারি ২৩টি ফ্ল্যাটের বাসকারী বা ওইদিন বেড়াতে আসা কোনও অতিথিদের কেউ বেঁচে নেই। সূত্র: বিবিসি।

/এএ/এমএনএইচ/

 

সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা