X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘সিরিয়ার বিদ্রোহীদের প্রতি সমর্থন বন্ধ করা রাশিয়াকে খুশি করার জন্য নয়’

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০১৭, ২০:০৩আপডেট : ২২ জুলাই ২০১৭, ২০:৩২

‘সিরিয়ার বিদ্রোহীদের প্রতি সমর্থন বন্ধ করা রাশিয়াকে খুশি করার জন্য নয়’ সিরিয়ার আসাদবিরোধী বিদ্রোহীদের সমর্থন দেওয়া বন্ধ করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। তবে সেটা রাশিয়াকে খুশি করার জন্য নয়। শুক্রবার এ মন্তব্য করেছেন মার্কিন সেনাবাহিনীর বিশেষ অভিযান বিষয়ক প্রধান জেনারেল টনি থমাস। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জেনারেল টনি থমাস স্বীকার করেছেন যে, সিরিয়ায় নিজেদের চার বছরের তৎপরতা বন্ধ করে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশটির বিদ্রোহীদের মার্কিন অস্ত্র ও প্রশিক্ষণ দেওয়া বন্ধ হয়ে যাবে। তবে আসাদের মিত্র রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য এমন  পদক্ষেপ নেওয়া হয়েছে-এটা ঠিক নয়। এটা একটা কঠিন সিদ্ধান্ত। তবে তা রাশিয়াকে খুশি করার জন্য নয়। আমি মনে করি, কর্মসূচি মূল্যায়নের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, সিরিয়ায় বাশার আল আসাদ সরকারবিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সরঞ্জাম সরবরাহ ও প্রশিক্ষণ দিতে সিআইএ’র চালানো গোপন কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।

কর্মসূচি স্থগিতের ব্যাপারে অবগত দুই কর্মকর্তা মিডল ইস্ট মনিটর’কে জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়ন প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন প্রশাসন কর্মসূচিটি স্থগিতের সিদ্ধান্ত নেয়। তবে তারা নিজেদের নাম প্রকাশে রাজি হননি।

আসাদ সরকারকে উৎখাতে তখনকার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের বিভিন্ন প্রচেষ্টার অংশ হিসেবে ২০১৩ সালে সিআইএ’র গোপন কর্মসূচিটি শুরু হয়। তবে মিডল ইস্ট মনিটরকে সংশ্লিষ্ট দুই মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, ওই কর্মসূচি থেকে খুব সামান্যই সাফল্য এসেছে।

রাশিয়ার মিত্র আসাদ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে সিআইএ’র কর্মসূচিটি বন্ধ করতে বলা হয়েছিল। ওই দুই কর্মকর্তা জানান, রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নের প্রচেষ্টার অংশ হিসেবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সিআইএ’র এ কর্মসূচি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ওই কর্মকর্তারা জানান, অধঃস্তন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের ৭ জুলাইয়ের বৈঠকের আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার এবং সিআইএ পরিচালক মাইক পম্পেও এ সিদ্ধান্ত নেন।

/এমপি/

সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ