X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘চীনে পরমাণু হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র’

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০১৭, ২৩:৪৭আপডেট : ২৮ জুলাই ২০১৭, ০০:০১

মার্কিন বাহিনীর উভচর যান আগামী সপ্তাহেই চীনে পরমাণু হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিলেই এ হামলা চালানো হবে। এমনটাই মন্তব্য করেছেন মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল স্কট সুইফট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ।

যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া যৌথ সামরিক মহড়া শেষে ২৭ জুলাই বৃহস্পতিবার ‘অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি’ আয়োজিত এক নিরাপত্তা সম্মেলনে অংশ নেন স্কট সুইফট। এ সময় এক প্রশ্নের জবাবে চীনের ব্যাপারে নিজ দেশের এমন অবস্থানের কথা জানান যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌ-বহরের এই কমান্ডার।

অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ওই যৌথ সামরিক মহড়াকে ভালোভাবে নেয়নি চীন। ফলে এ মহড়ার ওপর নজর রাখতে ওই এলাকায় একটি গোয়েন্দা জাহাজ পাঠায় বেইজিং। তবে দেশটির এমন গোয়েন্দাবৃত্তিতে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। সেই ক্ষোভই ফুটে উঠেছে নিরাপত্তা সম্মেলনে স্কট সুইফটকে করা এক অসি শিক্ষাবিদের প্রশ্নে। ওই শিক্ষাবিদ মার্কিন সামিরক বাহিনীর এ কর্মকর্তার কাছে জানতে চান, ট্রাম্প চীনে পরমাণু হামলার নির্দেশ দিলে আগামী সপ্তাহেই তা চালানো হবে কি-না? জবাবে মার্কিন অ্যাডমিরাল বলেন, ‘উত্তরটি হবে: হ্যাঁ।’

স্কট সুইফট বলেন, মার্কিন সামরিক বাহিনীর প্রতিটি সদস্য সব শত্রুর মোকাবিলা করে সংবিধানকে সুরক্ষা নিশ্চিতের শপথ নিয়েছে। একইসঙ্গে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে নিজেদের কমান্ডার-ইন-চিফ হিসেবে মেনে চলার শপথ নিয়েছেন। সুতরাং সামরিক বাহিনী প্রেসডেন্টের আদেশ অনুযায়ী কাজ করবে। এটাই মার্কিন গণতন্ত্রের মূলনীতি।

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌ-বহরের মুখপাত্র ক্যাপ্টেন চার্লি ব্রাউন-ও বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, স্কট সুইফট-এর মন্তব্য সামরিক বাহিনীর ওপর বেসামরিক কর্তৃত্বের বিষয়টিকেই পুনরায় নিশ্চিত করেছে। ওই প্রশ্নটিই ছিল হাস্যকর।

স্কট সুইফট

এদিকে একইদিন উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা বন্ধে চীনকে আরও কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ বলেছেন, ‘উত্তর কোরিয়ার সবচেয়ে বড় সমর্থক চীন। তাই তাদের দায়িত্বই সবচেয়ে বেশি।’

প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সময় উত্তর কোরিয়া জানিয়েছিল যে, অস্ট্রেলিয়া তাদের হামলার লক্ষ্যন্তু হতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, চলতি মাসে নিক্ষেপ করা ওই মিসাইল যুক্তরাষ্ট্রের আলাস্কা পর্যন্ত আঘাত আনতে সক্ষম।

জুলি বিশপ বলেন, ‘উত্তর কোরিয়ার বিদেশি অর্থায়ন, শ্রমবাজার, তথ্যপ্রযুক্তি সর্বত্রই চীনের সংশ্লিষ্টতা আছে। তাই বেইজিং-ই পারে উত্তর কোরিয়াকে থামাতে।’

অন্যদিকে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অংশে নজরদারি চালানোর জন্য বৃহস্পতিবার ফিলিপাইনে দুটি বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। নজরদারির যন্ত্রপাতি সমৃদ্ধ বিমান দুটি দক্ষিণ চীন সাগরে তথ্য সংগ্রহ করবে। ফিলিপাইনের ম্যানিলায় এক সামরিক প্রদর্শনীতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেঞ্জানা এই বিমান মোতায়েন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই বিমানগুলো সাগরে আমাদের টহলের সক্ষমতা বৃদ্ধি করবে এবং অনুপ্রবেশকারীদের ঠেকাতে সহযোগিতা করবে।

সেসনা ২০৮বি বিমানগুলোতে ইলেক্ট্রো-অপটিক্যাল সেন্সর রয়েছে। আছে যে কোনও জাহাজকে শনাক্ত করার জন্য নজরদারি প্রযুক্তি। এই সামরিক বিমানগুলো ২৫ হাজার উচ্চতায় কয়েক ঘণ্টা চলতে পারে। এর এক হাজার নটিক্যাল মাইল পাড়ি দেওয়ার ক্ষমতা রয়েছে। প্রতিটি বিমান নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২ মিলিয়ন ডলার।

দক্ষিণ চীন সাগরের মালিকানা দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের কৃত্রিম দ্বীপে সামরিক স্থাপনার বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র। এছাড়া উত্তর কোরিয়াকে আন্তঃমহাদেশীয় পারমাণবিক সক্ষমতা অর্জনের উচ্চাকাঙ্খা থেকে নিবৃত্ত না করায় বেইজিং-এর ওপর ক্ষুব্ধ ওয়াশিংটন। সূত্র: এবিসি নিউজ, দ্য নিউ ইয়র্ক টাইমস, স্কাই নিউজ।

/এমপি/

সম্পর্কিত
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ