X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

নতুন অবরোধের প্রচেষ্টা মার্কিন কংগ্রেসম্যানদের ‘ঔদ্ধত্য’, প্রতিশোধের হুমকি পুতিনের

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০১৭, ১১:২৯আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১১:৩৮
image

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন অবরোধ আরোপের ফল ভালো হবে না বলে হুঁশিয়ার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিলটিকে আইনে পরিণত করতে মার্কিন কংগ্রেস সদস্যদের প্রচেষ্টাকে ‘ঔদ্ধত্য’ বিবেচনা করেছেন তিনি। হুমকি দিয়েছেন প্রতিশোধ নেওয়ার।
পুতিন
বিলটিকে আইনে পরিণত করতে সিনেটের ভোটাভুটির কিছু আগে মস্কোতে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন পুতিন। তিনি বলেন, “আমরা খুব সংযত ও সহিষ্ণু আচরণ করছি, কিন্তু কখনও কখনও আমাদেরকে জবাব দিতে হবে।” সম্ভাব্য মার্কিন অবরোধের প্রসঙ্গ টেনে পুতিন বলেন, “আমাদের দেশের প্রতি এ ধরনের ঔদ্ধত্যকে অবিরাম সহ্য করে যাওয়া অসম্ভব। এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য-এটি আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক আইনকে ধ্বংস করে দেয়।” বিলটি এরইমধ্যে বিপুল ভোটে সিনেটে পাস হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাশিয়ার পাশাপাশি ইরান ও উত্তর কোরিয়ার ওপর অবরোধ আরোপের প্রস্তাবটি ৯৮-২ ভোটে পাস হয়েছে। সপ্তাহের শুরুর দিকে পার্লামেন্টের নিম্নকক্ষেও বিপুল সমর্থন নিয়ে বিলটি পাস হয়েছিল। এটিকে আইনে পরিণত করতে এখন কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষা। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, আইনটি প্রণিত হলে রাশিয়া কী ধরনের পদক্ষেপ নেবে তা স্পষ্ট করে বলেননি পুতিন।
দুই সূত্রকে উদ্ধৃত করে রুশ সংবাদপত্র কোমারস্যান্ট জানিয়েছে, মার্কিন কূটনীতিকদের বহিষ্কার, কূটনৈতিক সম্পদ জব্দ, রাশিয়ায় কাজ করার ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলোর ওপর কড়াকড়ি আরোপসহ বেশ কিছু পদক্ষেপ আসতে পারে। এদিকে সিনেটে বিলটি পাসের পর বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম রাশিয়ার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠতার প্রশ্নকে সামনে এনেছে। স্বাক্ষর করার বদলে বিলটিতে ট্রাম্পের ভেটো প্রদানের ক্ষমতাও রয়েছে। তবে সেই ভেটো ক্ষমতা প্রয়োগের পর আবারও মার্কিন সিনেট দুই তৃতীয়াংশ সদস্যের ভোটের মধ্য দিয়ে ভেটো প্রত্যাখ্যান করতে পারে। ২ জন সদস্য কেবল বিলটির বিপক্ষে দাঁড়িয়েছেন। তাই ট্রাম্পের ভেটো ক্ষমতা কাজে আসবে না বলেই ধারণা করা হচ্ছে।
/এফইউ/বিএ/

সম্পর্কিত
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ব্রিটিশ নিশানায় হামলার হুমকি রাশিয়ার
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট