X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মক্কার কাছে হুথিদের মিসাইল ভূপাতিত করার দাবি সৌদি আরবের

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০১৭, ১৯:৪১আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৯:৪৯

মক্কার কাছে হুথিদের মিসাইল ভূপাতিত করার দাবি সৌদি আরবের মক্কা নগরীর ৭০ কিলোমিটার দক্ষিণে একটি মিসাইল ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরব। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ইয়েমেনের শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে এ ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে। তবে সৌদি বাহিনীর এমন দাবি নাকচ করে দিয়েছে হুথি বিদ্রোহীরা। তারা বলছে, মিসাইলটির লক্ষ্যবস্তু পবিত্র মক্কা নগরী ছিল না। বরং এখানে টার্গেট ছিল মক্কার কাছে তায়েফ শহরে অবস্থিত সৌদি বিমানঘাঁটি।

আগামী মাসের শেষের দিকে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। ফলে হজকে সামনে রেখে মক্কা নগরীতে জড়ো হতে শুরু করেছেন হাজার হাজার মানুষ। সেই সময়েই এ হামলা চালানো হলো। হজের সময় এখানে প্রায় ২০ লাখ মুসলমানের জমায়েত হয়।

সৌদি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র হজকে বানচালের মরিয়া চেষ্টার অংশ হিসেবেই শিয়া হুথিরা এ মিসাইলটি নিক্ষেপ করেছে।

সৌদি ভূখণ্ডে হুথি বিদ্রোহীদের মিসাইল নিক্ষেপের ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। গত বছরের অক্টোবরে মক্কা নগরীর কাছে তাদের নিক্ষেপ করা আরেকটি মিসাইল ভূপাতিত করা হয়। সে সময় উপসাগরীয় দেশগুলো ওই হামলার নিন্দা জানিয়েছিল।

উল্লেখ্য, ইয়েমেনের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্টকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ২০১৫ সালে দেশটিতে সামরিক অভিযান শুরু করে সৌদি জোট। এ অভিযানের প্রধান লক্ষ্য ইয়েমেনের শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। এর প্রতিশোধ নিতে সৌদি ভূখণ্ডে প্রতিশোধমূলক হামলা শুরু করে হুথিরা।

গত দুই বছরে ইয়েমেনে সৌদি জোটের উপর্যুপরি বিমান হামলা তথা সামরিক অভিযানে ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪৫ হাজার মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন দেশটির মোট জনসংখ্যার ১১ শতাংশ।

চলতি বছরের জানুয়ারিতে জাতিসংঘ জানিয়েছে, ইয়েমেনের বিদ্যমান খাদ্য সংকট চলতি বছরই দুর্ভিক্ষে রূপ নিতে পারে। এমন পরিস্থিতিতেই মরার ওপর খড়ার ঘা-এর মতো দেশটিতে নেমে এসেছে কলেরার তাণ্ডব। এপ্রিল থেকে ইয়েমেনে মহামারি আকারে ছড়িয়ে পড়া কলেরায় ৩ লাখ ৮৪ হাজার ৭১৯ জন আক্রান্ত হয়েছেন। এতে মৃত্যু হয়েছে অন্তত ১ হাজার ৮৫৮ জনের। মানবিক ও ত্রাণ সহায়তা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা কেয়ার- এর প্রধান উলফগ্যাং জ্যামান ইয়েমেনের মানবিক বিপর্যয়কে ‘মানবতার জন্য চরম লজ্জা’ হিসেবে আখ্যায়িত করেছেন। সূত্র: বিবিসি, মিডল ইস্ট আই।

/এমপি/

সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ