X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভেনেজুয়েলায় ‘ব্যর্থ সামরিক অভ্যুত্থান’: অস্ত্র নিয়ে পালিয়ে যাওয়া ১০জনের খোঁজে অভিযান

বিদেশ ডেস্ক
০৭ আগস্ট ২০১৭, ০৮:৩৫আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১০:২১
image

 

ভেনেজুয়েলায় ‘ব্যর্থ সামরিক অভ্যূত্থানের’ সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানান, অস্ত্রসহ পালিয়ে যাওয়া ১০ জনকে আমরা খুঁজছেন তারা। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

ভেনেজুয়েলায় সরকার বিরোধী ডাক

প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলের ভ্যালেন্সিয়া শহরে এক সেনাঘাঁটিতে সংঘর্ষের এই ঘটনায় ২০ জন সেনা জড়িত ছিলো। এ ঘটনায় ২ জন নিহত হয়েছেন। একজন আহত হয়েছেন ও আটক করা হয়েছে সাতজনকে।

রবিবার টুইটারে দেওয়া এক পোস্টে দেশটির ক্ষমতাসীন দল সোশ্যালিস্ট পার্টির উপনেতা ডিওসদাদো কাবেলো দাবি করেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো’কে উৎখাত করতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছে সেনাবাহিনীর একাংশ। এই ‘অভ্যুত্থান চেষ্টা’কে তিনি সন্ত্রাসী হামলা বলেও উল্লেখ করেছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ইউনিফর্ম পরিহিত কয়েকজন সেনা ঘোষণা দেয় যে তারা অত্যাচারী সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে। তবে এখনও দেশটির পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে বিবিসি। 

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে মাদুরো সেনাবাহিনীর প্রশংসা করেন। তিনি তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার জন্য সেনাবাহিনীকে অভিনন্দন জানান। তিনিও এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন।

ভেনেজুয়েলার চলমান সরকারবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। শত শত মানুষ আহত ও আটক হয়েছেন। তবে প্রেসিডেন্ট মাদুরো’র দাবি, আন্দোলনকারীরা মার্কিন ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছে। উদ্ভূত পরিস্থিতিতে কয়েকদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এর ফলে কোনও মার্কিন  ব্যক্তি বা প্রতিষ্ঠান মাদুরোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখতে পারবে না। আর সোমবার ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, ভেনেজুয়েলার নির্বাচনে রাষ্ট্র কর্তৃক সেনা সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগের কারণে তারা নির্বাচনকে স্বীকৃতি না-ও দিতে পারে। 

/এমএইচ/

সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!