X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নিখোঁজ সুইডিশ নারী সাংবাদিকের মুণ্ডুহীন মরদেহ উদ্ধার

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০১৭, ০৮:৫৭আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১১:৫৩
image

বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন সুইডিশ নারী সাংবাদিক কিম ওয়াল। তবে ২১ আগস্ট বাল্টিক সাগর থেকে উদ্ধার করা এক মরদেহ কিমের দেহাবশেষ বলে ধারণা করছেন তদন্তকারীরা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম পুলিশ সূত্রে এই খবর নিশ্চিত করেছে।

সুইডিশ নারী সাংবাদিক কিম ওয়াল


কিম ওয়াল গত ১০ আগস্ট সাক্ষাৎকার নেওয়ার জন্য ডেনিশ উদ্ভাবক পিটার মেডসেনের বানানো সাবমেরিনের ভেতরে গিয়েছিলেন। তারপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। ডেনমার্ক পুলিশ গত সোমবার (২১ আগস্ট) ব্যাপক তল্লাশি শেষে বাল্টিক সাগরে এক নারীর মৃতদেহ খুঁজে পেয়েছেন। কোপেনহেগেনের পুলিশ প্রধান জেনস মুলারি জেনসেন সেসময় জানিয়েছিলেন, মৃতদেহটি মস্তক, পা এবং হাত বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। বুধবার নিউ ইয়র্ক টাইমস-এর খবরে বলা হয়েছে, উদ্ধার হওয়া দেহটির ডিএনএ’র সঙ্গে নিখোঁজ সুইডিশ মহিলা সাংবাদিক কিম ওয়ালির সাদৃশ্য রয়েছে।
বুধবার (২৩ আগস্ট) ডেনমার্কের পুলিশ সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এ বিষয়ে পরে বিস্তারিত জানানোর আশ্বাস দিয়েছে।

সুইডিশ নারী সাংবাদিক কিম ওয়াল-এর মরদেহের খোঁজ মিলেছে

অবশ্য সাংবাদিক কিমের কিভাবে মৃত্যু হলো তা এখনই বলতে পারেনি পুলিশ। মৃত্যুর কারণ নিয়েও ধোঁয়াশা রয়েছে। মনে করা হচ্ছে, বড়সড় কেলেঙ্কারি জেনে যাওয়ায় তাকে খুন করা হয়েছে।

এরইমধ্যে পুলিশ সাবমেরিনটির মালিক এবং চালকের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে। উদ্ধার হওয়া মরদেহ পাঠানো হয়েছে ফরেনসিক টেস্টে। মৃত্যুর আগে কিম ধর্ষণের শিকার হয়েছিলেন কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।
গ্রেফতার হওয়া সাবমেরিন মালিক পিটার ম্যাডসেন অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, তিনি কোনও অপরাধ করেননি। শুরুর দিকে পিটার মেডসেন দাবি করেছিলেন, তিনি কিম ওয়ালকে ঘটনার দিন কোপেনহেগেনের কোনও এক দ্বীপে নামিয়ে দেন। তবে এখন পিটার পুলিশের কাছে বলছেন, কিম সেদিন এক দুর্ঘটনায় নিহত হন এবং তাকে কোপেনহেগেনের কাছের কোগে বে নামক স্থানে সমাহিত করা হয়।

 

/এসএনএইচ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ