X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হারিকেন আরমার প্রভাবে ১৫ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৯

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ঘূর্ণিঝড় আরমার প্রভাবে ফ্লোরিডার পশ্চিম উপকূলে ১৫ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এই জলোচ্ছ্বাসে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অনেক প্রাণহানিরও আশঙ্কা রয়েছে। এছাড়া মায়ামিতে টর্নোডো বয়ে যেতে পারে।

হারিকেন আরমার প্রভাবে ১৫ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা

হারিকেন সেন্টার জানিয়েছে, সকাল ৯টায় ফ্লোরিডা কিজ-এ আঘাতে হানে আরমা। এরপর তা ফ্লোরিডার টাম্পা ও সেন্ট পিটার্সবুগের দিকে এগিয়ে যাচ্ছে। পূর্বাভাসে আশঙ্কা করা হয়েছে, আরমার আঘাতে ফ্লোরিডার বিশাল এলাকাজুড়ে টর্নেডো বয়ে যেতে পারে। জলোচ্ছ্বাসের কারণে সমুদ্রের পানি স্বাভাবিক উচ্চতার চেয়ে তিন ফুট বেশি রয়েছে।

উপকূল থেকে মূলভূখণ্ডে আঘাত হানার সময় আরমা যথেষ্ট শক্তিশালী থাকবে বলেই আভাস দিচ্ছে আবহাওয়া দফতর। এটি বর্তমানে যেভাবে এগুচ্ছে তাতে তা সরাসরি সেন্ট পিটার্সবুর্গে আঘাত হানতে বলে মনে করা হচ্ছে। যদিও এর আগে ধারণা করা হয়েছিল যে, আরমার সরাসরি গন্তব্য হতে পারে মায়ামি, যেখানে ৫৫ লাখের মতো মানুষ বসবাস করেন।

হারিকেন আরমা আঘাত হানার আগে ফ্লোরিডার ৫৬ লাখের মতো মানুষকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। জর্জিয়া থেকে সরিয়ে নেওয়া মানুষের সংখ্যা পাঁচ লাখের বেশি। তাদের জন্য অন্যত্র আশ্রয়কেন্দ্র খুলেছেকর্তৃপক্ষ। মার্কিন প্রেসিডেন্ট আরমাকে  ‘সাংঘাতিক ধ্বংসাত্মক ক্ষমতাসম্পন্ন’ ঝড় আখ্যা দিয়ে বলেছেন, ‘আমি এই ঝড়ের গতিপথে যারা রয়েছেন তাদের সবাইকে নির্দেশনা মানার অনুরোধ করছি। আরমার পথ থেকে সরে যান। সম্পদ প্রতিস্থাপন করা যায়, জীবন নয়। সবার আগে গুরুত্বপূর্ণ নিরাপত্তা।’

ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লোরিডার তিনটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে। এলাকাগুলো হচ্ছে টাম্পা, সেন্ট পিটার্সবুর্গ ও মানাটি কাউন্টি।

ফ্লোরিডার দিকে ধেয়ে আসার আগে আরমা ক্যারাবিয়ান অঞ্চলে বেশ কয়েকটি দ্বীপে আঘাত হানে। এ পর্যন্ত আক্রান্ত এলায় প্রায় ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ফ্লোরিডাতে ১ ব্যক্তি নিহত হয়েছেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। জরুরি সেবার কর্মীরা জানিয়েছেন, তীব্র বাতাসের মধ্যে গাড়ি চালানোর সময় ট্রাক উল্টে গেলে ওই ব্যক্তি নিহত হয়েছেন।

কর্মকর্তারা বাতাসের চেয়ে জলোচ্ছ্বাসে পানি বৃদ্ধি নিয়ে বেশি উদ্বেগে রয়েছেন। ফেডারেল এমারজেন্সি ম্যানেজমেন্ট অ্যাজেন্সির প্রশাসক ব্রক লং এক সাক্ষাৎকারে বলেছেন, জলোচ্ছ্বাসের ফলে অনেক মানুষ প্রাণ হারাতে পারেন এবং ক্ষয়ক্ষতি হবে। সূত্র: রয়টার্স, সিএনএন, ডয়চে ভেলে।

 

/এএ/
সম্পর্কিত
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!