X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

জাতিসংঘে কূটনৈতিক সংকট তুলে ধরলেন কাতারি আমির

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫০

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে চলমান কূটনৈতিক সংকট তুলে ধরেছেন। বুধবার সাধারণ অধিবেশনে  দেওয়া ভাষণে অবরোধ আরোপকারী চারটি দেশকে সন্ত্রাসবাদের মতো আচরণে অভিযুক্ত করেছেন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পার্শ্ববৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তিনি।

কাতারি আমির শেখ তামিম

অধিবেশনে দেওয়া ভাষণে কাতারি আমির সৌদি আরবের নেতৃত্বে অবরোধকে ‘অন্যায্য’  আখ্যায়িত করেন। তিনি এই আচরণকে প্রতিবেশী দেশের ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবেও উল্লেখ করেন। তিনি বলেন, ‘এই অবরোধ কাতারের মাথা নোয়াতে পারেনি।’ তিনি এই  সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছেন।

২২ মিনিটের ভাষণে শেখ তামিম উল্লেখ করেন, এই অবরোধ ছিল কাতারের ওপর খাবার, ওষুধ ও সম্পর্কে জটিলতা তৈরি করে রাজনৈতিক দিক পরিবর্তন করে একটি সার্বভৌম রাষ্ট্রে অস্থিতিশীলতা তৈরি করা।

অধিবেশনে উপস্থিত রাষ্ট্রনেতাদের উদ্দেশে কাতারি আমির  প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, এটা কি সন্ত্রাসবাদের একটি সংজ্ঞা নয়?

উল্লেখ্য, ৫ জুন সন্ত্রাসবাদে অর্থায়ন ও সহযোগিতার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে অর্থনৈতিক অবরোধ আরোপ করে প্রতিবেশী সৌদি আরব, বাহরাইন, মিসর ও সংযুক্ত আরব আমিরাত। কাতার এই অভিযোগ অস্বীকার করে আসছে।

কাতারি আমিরের ভাষণের পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানও অধিবেশনে উপসাগরীয় কূটনৈতিক সংকটের বিষয়টি তুলে ধরেন কাতারকে সমর্থন করেন। তিনি কাতারের ওপর অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পার্শ্ব বৈঠকে মিলিত হন কাতারি আমির। ট্রাম্প অবরোধের শুরুতে সৌদি আরবের পক্ষে অবস্থান নিয়ে বলেছিলেন কাতার সন্ত্রাসবাদকে অর্থায়ন করছে। তবে কাতারি আমিরের সঙ্গে বৈঠকে সংকটের সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন। 

কাতারি আমিরের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে আমরা এমন এক পরিস্থিতিতে আছি যেখানে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি সমাধান সম্ভব।

শেখ তামিম সংকট সমাধানে আলোচনায় বসার অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র: আল জাজিরা।

 

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!