X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাখাইনে 'নিখোঁজ' হিন্দুদের লাশ খুঁজছে মিয়ানমার সেনাবাহিনী

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪৯
image

রাখাইনে একটি গণকবরের সন্ধান পাওয়ার পর মিয়ানমারের সেনাবাহিনী নিখোঁজ হিন্দু ধর্মালম্বীদের খোঁজে অভিযান শুরু করেছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সোমবার এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

রাখাইনে 'নিখোঁজ' হিন্দুদের লাশ খুঁজছে মিয়ানমার সেনাবাহিনী

মিয়ানমার সরকারের মুখপাত্র জা হতায় এএফপিকে জানান, রবিবার পাওয়া এসব লাশের মধ্যে ২০টি নারীদের এবং বাকি আটটি পুরুষ ও শিশুদের। স্থানীয় এক পুলিশ কমকর্তাও এএফপিকে একই তথ্য দিয়েছেন। সরকারের তথ্য কমিটির সরবরাহকৃত ছবিতে দেখা যায়, গণকবরের পাশে মরদেহগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছে। তবে কোনও সংবাদমাধ্যমের পক্ষেই ছবিগুলো স্বাধীনভাবে পর্যালোচনা করা সম্ভব হয়নি।

মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশনের মুখে প্রায় ৪ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ এই সামরিক অভিযানকে জাতিগত নিধন হিসেবে আখ্যায়িত করেছে। পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে অন্তত ৫০০ হিন্দু ধর্মালম্বীও রয়েছে।

তবে মিয়ানমার সরকার ও স্থানীয় রাখাইন বৌদ্ধ সম্প্রদায়ের দাবি, এআরএসএ-র সদস্যদের হামলার মুখে রাখাইন ও হিন্দুরা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।

হিন্দু গ্রামের বাসিন্দারা গত সপ্তাহে এএফপিকে জানিয়েছিলেন, ২৫ আগস্ট রোহিঙ্গা জঙ্গিরা তাদের উপর হামলা চালায়। বেশ কয়েকজনকে হত্যা করে এবং অনেককে জঙ্গলের ভেতরে নিয়ে যায় জঙ্গিার।

মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং-র অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তাবাহিনীর সদস্যরা আশপাশে থাকা হিন্দু মানুষের লাশের খোঁজ করছে।

গণকবর পাওয়া এলাকার হিন্দু এএফপিকে একটি তালিকা দিয়েছে। সেই তালিকা অনুসারে দুটি গ্রামের ১০২ জন কে হত্যা করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর রাখাইনের এক পুলিশ কর্মকর্তা জানান, কর্তপক্ষ আরও লাশের খোঁজ করছে। গ্রামের লোকদের সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হবে।

সংঘর্ষ কবলিত অঞ্চলে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় সেনাবাহিনীর এই দাবি তৃতীয় কোনও পক্ষ থেকে যাচাই করতে পারেনি কোনও আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে এই অভিযোগ অস্বীকার করেছে এআরএসএ। তাদের দাবি, তারা বেসামরিকদের ওপর কোনও হামলা চালায় না এবং কোনও হিন্দুকেও হত্যাও করেনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটি অডিওবার্তায় ওই মুখপাত্র দাবি করেন, বৌদ্ধ উগ্রবাদীরা হিন্দু-মুসলিম বিভেদ তৈরি করতে চাইছে। এজন্য তারা এআরএসএ সদস্যদের ওপর দোষ চাপাচ্ছে। তিনি বলেন, এআরএসএ অঙ্গীকারবদ্ধ যে কোনও অবস্থাতেই আমরা বেসামরিক ও সাধারণ মানুষদের লক্ষ্য করবো না।

 

/এএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা