X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে পাসপোর্ট সংস্কার আন্দোলনের নেতৃত্বে টিউলিপ সিদ্দিক

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৬ অক্টোবর ২০১৭, ২১:৩৯আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ২১:৪১

যুক্তরাজ্যে পাসপোর্ট সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন দেশটির লেবার পার্টির এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। এই সংস্কার আন্দোলনের দাবি হচ্ছে, সন্তানের পাসপোর্টে মা-বাবা উভয় অভিভাবকের নাম লিখতে হবে।

টিউলিপ সিদ্দিক

লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন এলাকা থেকে লেবার পার্টির এমপি নির্বাচিত হয়েছেন টিউলিপ সিদ্দিক। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে।

চলতি বছরের শুরুর দিকে টিউলিপ তার ১৮ মাসের মেয়ে আজালিয়াকে নিয়ে ফ্রান্সে ছুটি কাটিয়ে ফেরার পথে বিড়ম্বনায় পড়েছিলেন। ব্রিটিশ নাগরিক উইলিয়াম সেন্ট জন পার্সিকে বিয়ে করেছেন টিউলিপ। কিন্তু নিজের নাম পাল্টাননি। পাসপোর্টে মেয়ের নামের সঙ্গে টিউলিপের নামের মিল না থাকায় এই বিড়ম্বনায় পড়তে হয় তাকে। ফেরার পথে ইমিগ্রেশনের কর্মকর্তারা তাকে ৪৫ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করেন।

ওই ঘটনার বিষয়ে টিউলিপ বলেন, “আমাকে বিয়ে ও জন্ম সনদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। জানতে চাওয়া হয়-  ‘মেয়েটি কে?’”

ওই অভিজ্ঞতার কথা জানিয়ে ব্রিটিশ এমপি জানান, শিশুর পাসপোর্টে বাবা-মা উভয়ের নাম উল্লেখ করার ক্ষেত্রে মানুষের সমর্থন তাকে অভিভূত করেছে। এই পরিবর্তনের জন্য কোনও আইন বদল করতে হবে না। বিধিতে একটি পরিবর্তনের মাধ্যমেই তা করা সম্ভব।

যুক্তরাজ্যের ছায়া মন্ত্রীসভার নারী ও সমতা বিষয়ক মন্ত্রী ডন বাটলারও টিউলিপের এই আন্দোলনকে সমর্থন করছেন। এই বিশেষ ক্ষেত্রে নারীদের অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ বন্ধের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্তানের পাসপোর্টে বাবা ও মায়ের নাম পরিবারের জরুরি যোগাযোগের ক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে। কিন্তু টিউলিপ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও ভালো সমাধানের আহ্বান জানিয়েছেন। কারণ, অনেক নারীই এখন বিয়ের পর তাদের নাম পরিবর্তন করছেন না।

টিউলিপ বলেন, ‘পরিস্থিতি বদলাচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী আইনেরও খাপ খাওয়ানো উচিত। আমি এই পরিস্থিতি বদলানোর একটি উপায় চাই। আমি জানি না, কেন নাম পরিবর্তনের জন্য আমাকে শাস্তি পেতে হবে। আমি ত্রিশ বছর বয়সে বিয়ে করি, আমার নিজের মতো জীবনযাপন করছি। আমার নামের তাৎপর্য তৈরি হয়েছে।’

অনুসন্ধানে টিউলিপ জানতে পেরেছেন, শিশু পাচাররোধে যুক্তরাজ্যের সীমান্ত কর্মকর্তারা গত পাঁচ বছরে ছয় লাখ ব্রিটিশ শিশুকে আটক করেছেন। শিশুদের রক্ষায় এই পদক্ষেপ প্রয়োজনীয় উল্লেখপূর্বক তিনি সতর্ক করে বলেছেন, চলমান প্রক্রিয়া নারীদের ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে এবং ভ্রমণকারীদের সময়ক্ষেপণ হচ্ছে। এছাড়া, সীমান্ত কর্মকর্তাদের কাজের বোঝাও বাড়াচ্ছে।

 

/এএ/ এপিএইচ/
সম্পর্কিত
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!