X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাখাইনের 'শান্তি ও উন্নয়নে' সু চির বরাদ্দ ৪ হাজার ডলার

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০১৭, ১৯:০২আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৯:৪৩
image

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও জাতিগত নিধনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা রাখাইন প্রদেশের জন্য মিয়ানমারের ডি-ফ্যাক্টো সরকারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি ৪ হাজার ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছেন। মিয়ানমারের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম ফ্রন্টিয়ার মিয়ানমারের এক প্রতিবেদন থেকে সু চির এই অর্থ বরাদ্দের ঘোষণার কথা জানা গেছে।
সু চি

১২ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে সু চি প্রতিশ্রুতি দেন, রাখাইনের উত্তেজনা নিরসনের করণীয় নির্ধারণে তিনি মানবিক সহায়তা সংগঠন, ব্যবসায়ী নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদেরকে আমন্ত্রণ জানাবেন। ১৪ অক্টোবর (শনিবার) সু চির নাম প্রকাশে অনিচ্ছুক উপদেষ্টাকে উদ্ধৃত করে রয়টার্স ও গার্ডিয়ানের পৃথক দুই প্রতিবেদনে তার নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপদেষ্টাকে উদ্ধৃত করে বলা হয় , রাষ্ট্রীয় উপদেষ্টা নিজেই পরিকল্পনা বাস্তবায়নের অগ্রভাগে থেকে রাখাইনের সংকট উত্তোরণে আমন্ত্রিতদের সমন্বয়ে একটি বেসামরিক সংস্থা গড়ে তোলার চেষ্টা করছেন।

ফ্রন্টিয়ার মিয়ানমারের সোমবারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার রাষ্ট্রীয় উপদেষ্টা সু চির উদ্যোগে ইউনিয়ন এন্টারপ্রাইজ ফর হিউম্যানটারিয়ার অ্যাসিটেন্স, রিসেটেলমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট নামে ওই বেসামরিক সংস্থা রাজধানী নেপিডোতে সম্মিলিত হয়। সে সময় সহিংসতা কবলিত রাখাইনে সহায়তার হাত বাড়াতে মিয়ানমারের জনগণের প্রতি আহ্বান জানান তিনি। ‘পারস্পরিক সহযোগিতাই আমাদের মূল শক্তি’, মন্তব্য করেন তিনি।

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে রাখাইনের পরিস্থিতি উন্নয়নের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ক’দিন আগে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদন থেকে রাখাইনের মানবিক বিপর্যয় সম্পর্কে জানা যায়। ওই রিপোর্ট অনুযায়ী, সুসংগঠিত, সমন্বিত এবং ধারাবাহিক এক শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে রাখাইনকে রোহিঙ্গা বসবাসের অনুপযুক্ত করে ফেলা হয়েছে। 

গতকাল রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, রাখাইনে রোহিঙ্গাদের ফসল কেটে তা বিক্রি করে দেওয়ার পায়তারা করছে মিয়ানমার সরকার। রোহিঙ্গাদের বসতভিটা ফিরে পাওয়া নিয়েও শঙ্কার কথা জানিয়েছে তারা। একদিনের মাথায় ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া-পিটিআই তাদের সোমবারের এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে রাখাইনের পরিস্থিতি উন্নয়নের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র।

/বিএ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
ইমরান খান ও বুশরা বিবিরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী