X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সৌদি সেনা অবস্থানে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথি বিদ্রোহীদের

বিদেশ ডেস্ক
১০ নভেম্বর ২০১৭, ১৯:৫৮আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ২০:০৪

সৌদি সেনা অবস্থানে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথি বিদ্রোহীদের ইয়েমেনে সৌদি জোটের সামরিক অভিযানের জবাবে সৌদি ভূখণ্ডে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার আসির প্রদেশের আলাব ক্রসিং পয়েন্টের কাছে সৌদি সেনা অবস্থানে এ হামলা চালানো হয়। সেখানে 'যিলযাল-২' নামের একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

হুথি মুখপাত্র আবদুস সালাম বলেছেন, বর্বর আগ্রাসনের জবাবে সৌদি আরবের বিরুদ্ধে আমাদের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত সৌদি আরব ও তার মিত্রদের সামরিক আগ্রাসন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত ইয়েমেনের যোদ্ধারাও হামলা বন্ধ করবে না। আমরা যে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছি তা শুধু আমাদের জনগণকে রক্ষার জন্য।

এর আগে গত শনিবার হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বোরকান এইচ-২ নিক্ষেপ করে। ২০১৫ সালে সৌদি আরব ও তার মিত্র কয়েকটি দেশ ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরুর পর এই প্রথম রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন। তবে সে ক্ষেপণাস্ত্রটি সৌদি আরব মাঝ আকাশে ধ্বংস করার দাবি করেছে।

এ ঘটনার পর সৌদি আরব ও তার পশ্চিমা মিত্ররা অভিযোগ করছে- ইরান এ ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। এমন অভিযোগের প্রক্ষিতে ইরানের বিরুদ্ধে জাতিসংঘকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সৌদি আরবের দাবি নাকচ করে দিয়েছে তেহরান। উত্তপ্ত বাক্যবিনিময়ের মাঝে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার হুথি বিদ্রোহীদের ছোঁড়া মিসাইলের জন্য ইরানের দিকে আঙুল তোলেন।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি দাবি করেছেন, জুলাইয়ে সৌদি আরবে নিক্ষেপ করা হুথিদের মিসাইলও ইরানের তৈরি ছিল। সাম্প্রতিক এই হামলার সঙ্গেও ইরান জড়িত থাকতে পারে।

তিনি বলেন, ইয়েমেনে হুথি বিদ্রোহীদের এই অস্ত্র সরবরাহ করে ইরানের রেভ্যুলশনারি গার্ড জাতিসংঘের দুটি নিয়ম ভঙ্গ করছে। আমরা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সহযোগী দেশগুলোকে এই শৃঙ্খলা ভঙ্গে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা