X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনকে রুখতে অনুদান বন্ধের উদ্যোগ যুক্তরাষ্ট্রের, নিশানায় হামাস

বিদেশ ডেস্ক
১৬ নভেম্বর ২০১৭, ২০:২৬আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ২০:৪১

প্রতি বছর ইসরায়েলি সেনাদের গ্রেফতার-নির্যাতনের শিকার হয় হাজারো ফিলিস্তিনি শিশু ফিলিস্তিনকে কোণঠাসা করতে দেশটির স্বশাসন কর্তৃপক্ষকে আর্থিক অনুদান বন্ধের পদক্ষেপ জোরালো করেছে যুক্তরাষ্ট্র। ৩০ কোটি ডলারের ওই অনুদান বন্ধের লক্ষ্যে আগস্টে পাসকৃত ‘টেইলর ফোর্স অ্যাক্ট’নামের একটি বিলের কলেবর বাড়িয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটি। ফিলিস্তিনি সন্ত্রাস প্রতিরোধের কথা বলে একইদিন ওই একই কমিটি হামাসকে নিশানা বানিয়ে আরও দুইটি বিল পাস করেছে।  এখন এখন সিনেট ও প্রতিনিধি পরিষদে পাস হলে বিল তিনটি আইনে রূপান্তরিত হবে।

ফিলিস্তিনে আর্থিক অনুদান বন্ধ করতে গত আগস্টে ‘টেইলর ফোর্স অ্যাক্ট’ বিল পাস করে মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটি। এ বছরের সেপ্টেম্বরে বিলটির কলেবর আরও বাড়ানো হয়। এবার বর্ধিত কলেবরের বিলটিরও অনুমোদন দিলো পররাষ্ট্র কমিটি। বৃহস্পতিবার বিলটি পাস হয়। এতে হামাস বা ‘ফিলিস্তিনিদের সন্ত্রাস’কে সমর্থন দেওয়া বিদেশিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। আগামী ডিসেম্বরে প্রতিনিধি পরিষদে এ বিষয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, সেখানেও বিলটি পাস হবে। এরপর বিলটি সিনেটে যাবে চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে।

ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইসরায়েলি বসতি

২০১৬ সালের মার্চে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ছুরিকাঘাতে নিহত একজন সাবেক মার্কিন সেনা কর্মকর্তার নামে এ বিলের নামকরণ করা হয়। ইসরায়েলের দাবি, এক ‘ফিলিস্তিনি সন্ত্রাসী’ তাকে ছুরিকাঘাত করেছে। পরে তাকে গুলি করে হত্যা করে ইসরায়েল। ‘টেইলর ফোর্স অ্যাক্ট’ নামের বিলটি আনা হয়েছে মূলত ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যুক্ত আর্থিক বিষয়গুলোর প্রতি দৃষ্টি রেখে। সে কারণে ফিলিস্তিনিদের পানির ব্যবস্থা করা, শিশুদের টিকাদান কর্মসূচি এবং পূর্ব জেরুজালেমের হাসপাতালগুলোতে মার্কিন অর্থনৈতিক সহায়তার অনুমোদন অব্যাহত থাকবে।

প্রতিনিধি পরিষদ এবং সিনেটে পাস হওয়ার পর বিলটি মার্কিন প্রেসিডেন্টের দফতরে পাঠানো হবে। প্রেসিডেন্টের স্বাক্ষরের পরই বিলটি আইনে পরিণত হবে। ইসরায়েল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ডোনাল্ড ট্রাম্প এখনও পর্যন্ত প্রকাশ্যে এই বিলটিতে স্বাক্ষর করা বা না করা নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে এ বছরের জুলাইয়ে বিষয়টি নিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল-এর সঙ্গে কথা বলেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা। তিনি বলেন, এই বিলের মূল উদ্দেশ্যের প্রতি ট্রাম্পের সমর্থন রয়েছে।

ফিলিস্তিনকে রুখতে অনুদান বন্ধের উদ্যোগ যুক্তরাষ্ট্রের, নিশানায় হামাস

বিলটি আইনে পরিণত হলে ‘ফিলিস্তিনি কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত না রামাল্লায় ফিলিস্তিনি সন্ত্রাসী ও তাদের পরিবারকে আর্থিক সহায়তা বন্ধ না করছে’ ততক্ষণ পর্যন্ত দেশটিকে অর্থায়ন থেকে বিরত থাকবে ট্রাম্প প্রশাসন।  সিনেট কমিটির রিপাবলিকান দলের চেয়ারম্যান বব ক্রকার বলেছেন, ‘আশা করা যাচ্ছে এটি পাস হলে সরকারের মদদে নিরাপরাধ কোনও ব্যক্তিকে হত্যার মতো কার্যক্রম বন্ধ হবে।’

একইদিন ‘ফিলিস্তিনি সন্ত্রাস’ মোকাবিলায় আরও দুটি বিল পাস করেছে প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটি। এরমধ্যে ‘হামাস হিউম্যান শিল্ডস প্রিভেনশন অ্যাক্ট’নামের বিলটিতে হামাসসহ তাদেরকে সহায়তা দেওয়া বিশ্বের যে কোনও সরকার, প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে।   একইসঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই দলটিকে অর্থনৈতিক ও বস্তুগত পৃষ্ঠপোষকতা দেওয়া বিদেশি সরকার, প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে।

‘প্যালেস্টাইনিয়ান ইন্টারন্যাশনাল টেররিজম সাপোর্ট প্রিভেনশন অ্যাক্ট’ নামের আরেক বিলে ‘ফিলিস্তিনিদের সন্ত্রাস’কে সমর্থন দেওয়া বিদেশি সরকার ও ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। তিনটি বিলের সবকটি এখন ভোটাভুটির জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে তোলা হবে।

ফিলিস্তিনকে রুখতে অনুদান বন্ধের উদ্যোগ যুক্তরাষ্ট্রের, নিশানায় হামাস

মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এড রয়সে। এক বিবৃতিতে তিনি বলেন, ‘২০০৩ সাল থেকে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের পুরস্কৃত করে আসছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনের আইন অনুযায়ী তাদের মাসিক ভিত্তিতে আর্থিক সহায়তা দেওয়া হয়। দেশটির নেতারা বন্দিদের পাশাপাশি আত্মঘাতী বোমা হামলাকারীদের পরিবারকেও অর্থ সাহায্য দিয়ে থাকে। এই নীতিগুলো সন্ত্রাসবাদকে উৎসাহিত করে।’

যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির টিকিটে ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত এই আইনপ্রণেতা বলেন, এই বিলগুলোর মাধ্যমে আমরা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে মার্কিন সহায়তা এবং তাদের নৈতিকভাবে নিন্দনীয় নীতিগুলোর মধ্যে যে কোনও একটিকে বেছে নিতে বাধ্য করছি।

ফিলিস্তিনের ক্ষমতাসীন দল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের নিন্দা জানানো হয়েছে। দলটি বলছে, এমন পদক্ষেপ অগ্রহণযোগ্য এবং এতে ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘিত হবে।

/এমপি/বিএ/
সম্পর্কিত
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ