X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লেবাননের স্থিতিশীলতায় বড় হুমকি সৌদি আরব: সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০১৭, ১৬:৪৯আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৮:২৩
image

লেবাননের স্থিতিশীলতার জন্য সৌদি আরবকে বড় হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র। সৌদি আরবকে বিচক্ষণতার সঙ্গে চিন্তা করার পরামর্শ দিয়েছেন তিনি।

মিডল ইস্ট মনিটরের সাংবাদিকের সঙ্গে কথা বলছেন জ্যাক স্ট্র (বামে)
শনিবার (১৮ নভেম্বর) লন্ডনে সৌদি সংকট নিয়ে আলোচনার জন্য একটি সম্মেলনের আয়োজন করে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ পর্যবেক্ষণকারী ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটর। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা জ্যাক স্ট্র সম্মেলনে বক্তব্য দেন। তিনি বলেন, সৌদি যুবরাজের নেওয়া পদক্ষেপগুলো ওই অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

স্ট্র বলেন, ‘বিচক্ষণতার সঙ্গে চিন্তা না করলে লেবাননে সৌদি আরবের পররাষ্ট্র কৌশল হুমকির মুখে পড়বে।’   

স্ট্র পরামর্শ দেন, লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের হামাসের মতো সংগঠন নিয়ে দেশগুলোর বাস্তবতা মেনে নেওয়াই সবচেয়ে ভাল। তিনি বলেন, ‘লেবাননের বাস্তবতা হলো হিজবুল্লাহ একটি রাজনৈতিক শক্তি।’

২০০৬ সালে হামাসকে আলোচনায় ডাকার প্রস্তাব দেওয়ায় বরখাস্ত হতে হয়েছিল বলে ইঙ্গিত দেন স্ট্র। তিনি বলেন, ‘আমি ‘হামাসকে বয়কট করায় খুশি ছিলাম না। আমি ২০০৬ সালে রিয়াদে কিছু সাংবাদিককে অব দ্য রেকর্ডে (প্রকাশ না করার শর্তে) বলেছিলাম, হামাসের সঙ্গে আমাদের আলোচনা করা উচিত। কিছু মানুষ বলেন, এসব মন্তব্যের কারণেই আমাকে বহিষ্কার করা হয়ে থাকতে পারে।’

সৌদি আরব সফরে গিয়ে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির আকস্মিক পদত্যাগের ঘটনায় চলমান উত্তেজনার মধ্যেই এমন মন্তব্য করলেন তিনি। পদত্যাগের সময় হারিরি লেবাননে ইরানের প্রভাব বিস্তারের চেষ্টা ও তার মিত্র হিজবুল্লাহকে দোষারোপ করেন। সৌদি আরবও গত কয়েক মাস ধরে ওই একই ধরনের অভিযোগ করে আসছিল।

এছাড়া নীতি নির্ধারণী জায়গায় বড় ধরনের পরিবর্তন আনার কারণে বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক খবরের শিরোনাম হয়ে আছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর মধ্যে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়াসহ দুর্নীতিবিরোধী অভিযান জোরদার করার ঘটনাও রয়েছে।

তবে বিশ্লেষকরা এসব কর্মকাণ্ডকে অন্তসারঃশূন্য প্রচারণার কৌশল হিসেবেই দেখছেন। বরং ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে নেতৃত্ব দেওয়ায় তার অনেক সমালোচনা করা হচ্ছে। এ যুদ্ধে এ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

 

 

/আরএ/এফইউ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ