X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের তিন প্রস্তাব

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০১৭, ২০:২৫আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ২০:৩০

রোহিঙ্গা (ছবি: ফোকাস বাংলা) রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের জন্য তিন দফা প্রস্তাব দিয়েছে চীন। একইসঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যেন রাখাইনে ফিরতে পারে, সে জন্য অস্ত্রবিরতিরও আহ্বান জানিয়েছে দেশটি। সোমবার মিয়ানমারের রাজধানী নেপিদোয় অনুষ্ঠিত এশিয়া-ইউরোপের ৫১ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে  এই প্রস্তাব তুলে ধরা হয়।

বাংলাদেশ সফর শেষ করে সোমবার নেপিদো পৌঁছানো চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, চীন মনে করে সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমার—উভয়ের পক্ষে গ্রহণযোগ্য সমাধান বের করতে পারবে। 

চীনের প্রথম প্রস্তাবে বলা হয়েছে, অস্ত্রবিরতি কার্যকর করে রাখাইনে স্থিতিশীলতা-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, যেন মানুষ শান্তিতে থাকতে পারে ও পালাতে বাধ্য না হয়।

দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের আলোচনায় কার্যকর সমাধান পেতে হবে।

তৃতীয় প্রস্তাবে বলা হয়েছে, দারিদ্র্য কমিয়ে আনতে দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে কাজের কথা বলা হয়েছে।

চীনের দেওয়া তিন প্রস্তাব প্রসঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সব পক্ষের কঠোর শ্রমে বর্তমানে প্রথম স্তরের অনেকটাই অর্জিত হয়ে গেছে। মূল কথা হচ্ছে, সংঘাত যেন আর না বাড়ে, বিশেষ করে নতুন করে যেন যুদ্ধের দামামা না বাজে, সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।’

সোমবার মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশ ও মিয়ানমার উভয় দেশের বন্ধু হিসেবে চীন রাখাইন ইস্যুতে গঠনমূলক ভূমিকা রাখতে চায়।’

উল্লেখ্য, রাখাইনে সেনা অভিযান ও নিপীড়নের মুখে এ পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে ৬ লাখ ২০ হাজারের বেশি রোহিঙ্গা। জাতিসংঘ এই সেনা অভিযানকে জাতিগত নিধনযজ্ঞ হিসেবে আখ্যায়িত করেছে। কয়েকটি দেশ মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। রাখাইনে শান্তি প্রতিষ্ঠা ও রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ রয়েছে। রোহিঙ্গা সংকটের শুরু থেকেই রাখাইনে ‘স্থিতিশীলতার জন্য’ মিয়ানমারকে চীন সমর্থন করে আসছে।

এদিকে, সোমবার পররাষ্ট্রমন্ত্রীদের স্বাগত জানিয়ে দেওয়া ভাষণে মিয়ানমারের নেত্রী অং সান সু চি সরাসরি রোহিঙ্গাদের কথা উল্লেখ না করে দাবি করেছেন, ‘অবৈধ অভিবাসীরাই সন্ত্রাসবাদ ছড়াচ্ছে এবং সে কারণে  বিশ্ব অস্থিতিশীলতা ও সংঘাতের মধ্যে রয়েছে।’  এই ভাষণে মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ মানুষের মনোভাবই উঠে এসেছে। দেশটির বৌদ্ধ সম্প্রদায়ের মানুষেরা রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী হিসেবে আখ্যায়িত করে। সূত্র: রয়টার্স

/এএ/এমএনএইচ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা