X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘পদ্মাবতী’ বিতর্কে এবার মমতার নাক কাটার হুমকি

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০১৭, ১৮:৪৩আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৮:৪৪

ভারতে সঞ্জয় লীলা বানসালির নির্মিত ‘পদ্মাবতী’-কে ঘিরে বিতর্ক যেন থামছেই না। প্রতিদিনই নতুন কোনও বিতর্ক বা সমালোচনায় শিরোনাম হচ্ছে দীপিকা পাড়ুকোন অভিনীত চলচ্চিত্রটি। কিছুদিন দীপিকার মাথা কেটে নেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিলেন ক্ষমতাসীন বিজেপি নেতা সুরজ পাল আমু। এবার ওই নেতাই পদ্মাবতী-র পক্ষে অবস্থান নেওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাক কাটার হুমকি দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা সুরজ পাল










ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পাঞ্জাবেও এই ছবির মুক্তি নিয়ে আপত্তি উঠেছে। একই সঙ্গে, ছবির সমর্থনেও এগিয়ে এসেছেন অনেকে। তাদের একজন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ছবির নির্মাতা বানসালিসহ তার পুরো টিমকে প্রচারণার জন্য কলকাতায় আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেছিলেন, যদি কোনও রাজ্যে এই ছবি মুক্তি না পায়, পশ্চিমবঙ্গে এই ছবির প্রোমোশনের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।
এই মন্তব্যের পর মমতা নাক কাটার হুমকি দিয়েছেন বিজেপি নেতা সুরজ পাল আমু। শনিবার তিনি বলেন, ‘জানতে পেরেছি মমতা কলকাতায় বানসালিকে আমন্ত্রণ জানিয়েছেন। তাকে মনে করিয়ে দিতে চাই, এটা রামের ভাই লক্ষ্মণের ভূমি। উল্লেখ করার প্রয়োজন নেই যে, লক্ষ্মণ সূর্পনখা-র কী অবস্থা করেছিল।’
এর আগে এই বিজেপি নেতা দীপিকার মাথা কেটে নিতে পারলে ১০ কোটি রুপি পুরষ্কারের ঘোষণা দিয়েছিলেন। শুধু তাই নয়, যদি দেশে এই ছবি মুক্তি পায় তা হলে রাজপুত সম্প্রদায়ের সদস্যরা সব সিনেমা হল জ্বালিয়ে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। রাজপুত করণী সেনার বিরোধিতার সমালোচনা করায় বিজেপি নেতার হুমকি থেকে বাদ পড়েননি অভিনেতা রণবীর সিংহও। তার পা ভেঙে দেওয়ার হুমকি দেন হরিয়ানার এই বিজেপি নেতা। বানসালির বিরুদ্ধেও বিষোদগার করেছিলেন এই নেতা। ওই সময় দলের পক্ষ থেকে শো-কজ নোটিস দেওয়া হলেও তা উপেক্ষা করে মমতাকে হুমকি দিলেন তিনি।
‘পদ্মাবতী’ চলচ্চিত্রটিতে মূল ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। রাজপুতের রানি পদ্মাবতীর আত্মত্যাগ, সাহসিকতা এবং প্রতিপত্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ছবিটি নির্মাণ করেছেন বলে দাবি বানসালির। সমালোচনা রয়েছে, নির্মাতা ছবিটিতে কাল্পনিকতার আশ্রয় নিয়েছেন। রাজনীতিবিদ, বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে অভিযোগ ওঠে- বানসালি ‘ইতিহাস বিকৃত’ করছেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

 

/এএ/
সম্পর্কিত
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি