X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসের দায়ে আকায়েদের বিরুদ্ধে অভিযোগ গঠন

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৭, ০৬:৪৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ০৭:৩৯

আকায়েদ উল্লাহ নিউ ইয়র্কের ম্যানহাটনে বাস টার্মিনালে সোমবারের বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে আটক আকায়েদ উল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের দায়ে অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার টুইটারে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে নিউ ইয়র্ক পুলিশ। এতে বলা হয়, অবৈধ অস্ত্র রাখা, সন্ত্রাসবাদে সমর্থনমূলক তৎপরতায় যুক্ত থাকা এবং সন্ত্রাসের হুমকি তৈরির দায়ে আইন অনুযায়ী আকায়েদকে অভিযুক্ত করা হয়েছে।

প্রসিকিউটররা জানান, ২০১৪ সাল থেকেই মৌলবাদের দিকে ঝুঁকে পড়ে আকায়েদ।

আদালতে জমা দেওয়া প্রসিকিউটরদের নথিতে বলা হয়েছে, আকায়েদ জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, জঙ্গিগোষ্ঠী আইএসের জন্যই সে এ কাজ করেছে। সে সিরিয়াসহ বিভিন্ন স্থানে জঙ্গিদের বিরুদ্ধে মার্কিন বিমান হামলার জবাবে হামলা পরিকল্পনার কথা স্বীকার করেছে।

ইউরোপে বড়দিনকে ঘিরে চালানো সন্ত্রাসী হামলা প্রত্যক্ষ করে এতে অনুপ্রাণিত হয় আকায়েদ। সে বাস টার্মিনালের দেয়ালে উৎসবের পোস্টার দেখে সেখানে হামলা চালাতে উদ্যোগী হয়।

এদিকে ম্যানহাটনে সংঘটিত হামলাকে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির ফলাফল হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অভিবাসন নীতিতে আত্মীয়স্বজনের বদৌলতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ রয়েছে। ট্রাম্প হোয়াইট হাউসের এক বিবৃতিতে কংগ্রেসকে সেই সুযোগ পুনর্বিবেচনার আহ্বান জানান।

কংগ্রেসের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘পরিবারভুক্তদের অভিবাসী হওয়ার সুযোগ নিয়েই (ফ্যামিলি চেইন নীতি) এই সন্দেহভাজন জঙ্গি যুক্তরাষ্ট্রে প্রবেশে সক্ষম হয়েছে। এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। আমেরিকার অবশ্যই অভিবাসন নীতিকে সুরক্ষিত করা উচিত। এই নীতির কারণেই খুবই ভয়াবহ ব্যক্তিরা নির্বিচারে যুক্তরাষ্ট্র প্রবেশে সক্ষম হয়।’
সূত্র: রয়টার্স, দ্য নিউ ইয়র্ক টাইমস, বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
সর্বশেষ খবর
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি