X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নতুন কর বিল পাস করলো মার্কিন সিনেট

বিদেশ ডেস্ক
২০ ডিসেম্বর ২০১৭, ১৬:০৮আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১৬:১১
image

তিন দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের কর ব্যবস্থায় সবচেয়ে বেশি পরিবর্তন আনার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সিনেটে নতুন কর বিলটি পাস হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, নতুন ব্যবস্থায় কর্পোরেট অফিস, ক্ষুদ্র ব্যবসা ও ব্যক্তিগত পর্যায়ে কর কমানোয় অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে বলে দাবি করেছে রিপাবলিকানরা। তবে এটা শুধু উচ্চবিত্তদের সুবিধা দেওয়ার পাশাপাশি জাতীয় ঘাটতি বাড়াবে বলে আশঙ্কা জানিয়েছেন ডেমোক্র্যাটরা।

সিনেটে কর বিল পাস হয়েছে
বিবিসির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সিনেটের ভোটাভুটিতে সভাপতিত্ব ও ফল ঘোষণা করেন। তিনি বলেন, ‘হ্যাঁ ভোট পেয়েছে ৫১টি আর না ভোট পেয়েছে ৪৮টি। কর কর্তন ও চাকরি আইন পাস হয়েছে।’ তবে চূড়ান্ত ফল প্রকাশের আগে বিলটির বিরোধীরা ‘কিল দ্য বিল’ বলে চিৎকার করছিলেন। তাদের পাহারার মধ্যে রাখা হয়।

নতুন বিলে কর্পোরেট কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২১ শতাংশ এবং ব্যক্তিগত কর ৩৭ শতাংশ থেকে বাড়িয়ে ৩৯ দশমিক ৬ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। খবরে বলা হয়, সিনেটে পাস হলেও বিলটির চূড়ান্ত অনুমোদনের জন্য আবারও হাউজ অব রিপ্রেজেন্টেটিভে পাঠানো হবে। বিলটি পাস হলে এটা হবে ট্রাম্পের জন্য প্রথম বড় ধরনের আইনী জয়।

বিলটি পাস হওয়ার সামান্য আগে তিনটি প্রক্রিয়াগত নিয়ম ভঙ্গ করার বিষয় ধরা পড়ে। সেই মুহুর্তে বিলে সামান্য পরিবর্তন আনা হয়। এ কারণে বিলটি আবার হাউজ অব রিপ্রেজেন্টেটিভে পাঠানো হবে। সেখানে পাস হলেই তা চূড়ান্ত বলে বিবেচিত হবে। এর আগে হাউজে বিলটি খুব সহজেই পাস হয়েছিল। মার্কিন সংসদের দুই কক্ষেই রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ।

যুক্তরাষ্ট্রের সিনেট তাদের কর ব্যবস্থায় ঐতিহাসিক বিলটি পাস করলো। কর ব্যবস্থা বিষয়ক নির্দলীয় যৌথ কমিটি সতর্ক করে বলেছিল, এ উদ্যোগের ফলে আগামী ১০ বছরের মধ্যে দেশটির অভ্যন্তরীণ ঋণ এক লাখ ৪০ হাজার কোটি থেকে ২০ লাখ কোটি ডলার পর্যন্ত বাড়তে পারে। এর ফলে দেশটিতে ধনী-গরিবের ব্যবধান আরও বাড়বে।

 

/আরএ/এফইউ/
সম্পর্কিত
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
সর্বশেষ খবর
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী