X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সম্পর্কোন্নয়নে ‘গোপন বৈঠক’ চালিয়ে যাচ্ছে পাকিস্তান-যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৮, ১৬:০৪আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১৬:১৭
image

উত্তপ্ত বাক্য বিনিময়ের আড়ালেই সম্পর্কোন্নয়নের চেষ্টায় ‘গোপন বৈঠক’ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। পাকিস্তানি সংবাদমাধ্যম ট্রিবিউন এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহেই পাকিস্তানি নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলতে ইসলামাবাদে আসেন মার্কিন কর্মকর্তারা। তারা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যমতে পৌঁছাতে চান।
পাকিস্তানে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

সম্প্রতি এক টুইটার বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যাচার ও সন্ত্রাসবাদে মদদের অভিযোগ তোলার পর ৫ জানুয়ারি বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতর থেকে সাহায্য বন্ধের ঘোষণা আসে। তবে ট্রাম্পের ঘোষণার পরও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ট্রাম্পের ঘোষণার পরও সম্পর্ক টিকিয়ে রাখার কথা জানিয়েছেন। বলেছেন, আপাতত সহায়তা স্থগিত করা হলেও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রেখে চলবে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের পক্ষ থেকে দেশটির প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, কোনও সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্রকে বেঈমান বলতেও ছাড়েনি পাকিস্তান। তবুও মার্কিন প্রশাসন সম্পর্ক রক্ষা করে চলার কথা বলে যাচ্ছে।

হাক্কানি নেটওয়ার্ক, তালেবান ও লস্কর-ই-তৈয়বার মতো জঙ্গি গোষ্ঠীগুলোকে পাকিস্তান তহবিল যুগিয়ে যাচ্ছে বলে ক্রমাগত অভিযোগ করে যাওয়ার পরও দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিন্ন হয়নি। প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বিরূর মন্তব্য সত্ত্বেও পাকিস্তানের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ড. মুহাম্মদ ফয়সাল সাপ্তাহিক ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন যে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র পারষ্পরিক সম্পর্কোন্নয়নে যোগাযোগ করে যাচ্ছেন। ফয়সাল বলেন, ‘যেহেতু সংবাদমাধ্যমের নজরের বাইরেই এই আলোচনার চেষ্টা চলছে। তাই আমরা এর বিস্তারিত বলতে পারবো না।’

শুক্রবার এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রেও পাকিস্তানি প্রতিনিধিদলের সফরের কথা রয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের সূত্রে জানতে পেরেছেন তারা। তবে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তারা। মার্কিন উচ্চপদস্থ গোয়েন্দারা ইসলামাবাদ সফর করেছে কিছু সূত্র এমন দাবি করলেও পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় বা মার্কিন দূতাবাস জানিয়েছে তারা কিছু জানেন না। ‘পর্দার আড়ালের’ এই বৈঠক নিয়ে অবহিত এক কর্মকর্তা বলেন, এই বিষয়গুলো আমাদের জন্য খুবই স্পর্শকাতর তাই বিস্তারিত বলা সম্ভব নয়।

পাকিস্তানের তালেবানের নেতৃত্ব আছে কি না এমন প্রশ্নে পররাষ্ট্র কর্মকর্তা ফয়সাল বলেন, ‘আমরা এই অভিযোগের তীব্র বিরোধিতা করছি। পাকিস্তান বারবারই গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে।’ তিনি দাবি করেন, ‘যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে পাকিস্তান এই অঞ্চল সুরক্ষিত করেছে। আল-কায়েদাকে নির্মূল করেছে।’

 

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ